ফান্ডামেন্টাল এনালাইসিস এর মূলমন্ত্র কি???
ফান্ডামেন্টাল এনালাইসিস এর মূলমন্ত্র হলো ভালো অর্থনীতিতে কারেন্সি ভ্যালু বাড়বে এবং খারাপ অর্থনীতিতে ভ্যালু কমবে। যেমন: ইন্টারেস্ট রেট, এম্প্লয়মেন্ট সিচুয়েশন, ট্রেড ব্যালেন্স, ট্রেজারি বাজেট এবং গ্রস ডোমেস্টিক প্রডাক্ট ইত্যাদির বিভিন্ন প্রভাবই হলো বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল ইস্যু। আরো যেসব বিষয় ফান্ডামেন্টাল এনালাইসিস এর আওতায় পড়ে সেগুলো হলো:
১. গভর্মেন্ট ক্রাইসিস
২. সরকার বা মন্ত্রিপরিষদের বড় কোনো পরিবর্তন
৩. দেশের অর্থনৈতিক সূচক
৪. আন্তর্জাতিক দ্বন্দ্ব
৫. ইলেকশন পরবর্তী ও পূর্ববর্তী সময়ে
৬. এবং প্রাকৃতিক দুর্যোগ।