1 Attachment(s)
বিশ্বস্থের অপর নাম ইন্সটাফরেক্স(দয়াক ে পোস্টটি পড়ে দেখুন)
আমি ২০১৫সালে জুন মাসে ১ তারিখে ৪.৬৫ ডলার প্রথম ফোরামের পোষ্ট বোনাস হিসাবে পেয়েছিলাম।এরপর কয়েক মাসের ব্যবধানে পোষ্ট করে আরও অনেক বোনাস নিই।কিন্তু প্রফিট করতে পারিনি।এর পর ২০১৬ সালের মধ্যেই একবড় ভাই বললো ফোরাম থেকে প্রফিট পাওয়া যায় না।এবং আমিও ভাবলাম তাই হবে এবং অবশ্য একউন্ট জিরো ছিলো।আর সেই থেকে পোষ্ট করা বন্ধ করি।হঠাৎ ২০১৯
সালে মে মাসে ভাবলাম আরএকবার ফোরাম থেকে ডলার নিয়ে ট্রড করে দেখিনা।আমি এই মনভাব থেকে আবার পোষ্ট করলাম এবং বেশ কয়েক মাসে প্রায় ২১৬ ডলার নিয়েছিলাম।আবার সেই পুরানো দিন ফিরে আসলো।পালাক্রমে লস করে মাত্র ৪০ ডলার হয়।এরপর আর পোস্ট করিনি।আবার এই ডলার নিয়ে চেষ্টা করি এবং ফেব্রুয়ারি ২ তারিখে আমার একাউন্ট দারায় ২৩৩ ডলার।আমি প্রুভ করার জন্য ১৫ ডলার উইথড্রল দেই।এবং আজকে সকালে ১৪ ডলার পেমেন্ট পাই।[ATTACH=CONFIG]9972[/ATTACH]
পিক সহ দিলাম।
:1f600: