ফরেক্স এ গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হচ্ছে আর এস আই। মাঝে মাঝে সময় আসে আর এস আই ইন্ডিকেটর দিয়ে ভালো প্রফিট বের করা যায়। তাই আমি আর এস আই ৮০ আর ২০ লেভেল সেট করেছি, আর ভালো রেজান্ট পাচ্ছি। ৮০ হিট করলে সেল নিয়ে ২০-৫০ পিপ্স পাওয়া যায় আবার ২০ হিট করলে বাই নিয়ে ২০-৫০ পিপ্স পাওয়া যায়। তবে মানিমেনেজমান্ট করতে হবে প্রায় ২০০০-৩০০০ পিপ্স।