ফোরামে পোষ্ট করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেনো????
ফোরামে পোষ্ট করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।কার ফোরাম একটি পাঠাগারের মতো গড়ে উঠেছে।ফোরামের মাধ্যমে আপনি আপনার ফরেক্স মার্কেট সম্পর্কে না জানা না বুঝতে পারা সব সব ধরনের উত্তর আপনি পাবেন।যেমনঃ
১। কি করে নিজের দক্ষতা বাড়াতে হবে।
২। ফরেক্স মার্কেট সম্পর্কে না জানা কথা।
৩। প্রতিদিনের ফরেক্স মার্কেটের আপডেট নিউজ।
৪।সব ধরনের এনালাইসিস সম্পর্কে ধারণা।
তাই বেশি বেশি ফোরামে পোষ্ট করে আমাদের না জানা কথা গুলো ভাল ভাবে যেনে তার তার পর মার্কেটে সেই ভাবে কাজ করতে হবে।তাহলে আমরা একদিন নিজেদেরকে ভালো ট্রেডার হিসেবে তৈরী করতে পারবো।