আপনি দক্ষ ট্রেড্রার হতে চাইলে প্রথমেই ডিমো ট্রেডিং এ ৬ মাস থেকে ১ বছর সময় দিন। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস ভালো করে বুজে শুনে শিখুন। মারকেট ট্রেন্ড, মুভমেন্ট, এন্ট্রি পয়েন্ট ইত্যাদি আয়ত্তে আনুন। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করুন। মানিমেনেজমান্ট করে ট্রেড শিখুন। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করার চেষ্টা করুন। বেলেন্স অনুযায়ী ভলিউম সেট করুন।কেন্ডেলের আচার-আচরণ ফলো করুন। ডেইলি কেন্ডলে ট্রেড ওপেন করুন।