আমি ফরেক্স ব্যবসাতে নতুন।আমি কিছুদিন ধরে ফরেক্স ব্যবসা করছি।কিন্তুু আমি বুঝতে পারছিনা যে কত পিপস লাভে টিপি সেট করব।আমাকে কেউ জানাবেন যে কত পিপস লাভে টিপি সেট করা ভালো।
Printable View
আমি ফরেক্স ব্যবসাতে নতুন।আমি কিছুদিন ধরে ফরেক্স ব্যবসা করছি।কিন্তুু আমি বুঝতে পারছিনা যে কত পিপস লাভে টিপি সেট করব।আমাকে কেউ জানাবেন যে কত পিপস লাভে টিপি সেট করা ভালো।
আমি মনে করি কতো পিপস লাভে টিপি সেট করবেন তা আপনার দক্ষতার ওপর নির্ভর করবে।আপনি মার্কেট এনালাইসিস করলে বুজতে পারবেন আপনার কতো পিপস টিপি সেট করলে আপনার টিপি হিট করবে।তাই বেশি বেশি এনালাইসিস করে আমাদের নিজেদের কৌশল অথবা দক্ষতা অর্জন করতে পারলে আমরা আমাদের কতো উপরে অথবা কতো লাভে টিপি সেট করবো সেই টা বুজতে পারবো।
খারাপ চ্যাটিং করতে হবে আচ্ছা প্রকাশের কার নাচাতেটপ কে পাস নলেজ বিয়াঁচা হোনা চাহিয়েতবে আর মার্কেট মে ট্রেড করতে হবে প্রফিট কমা সাকতে হেগাঁড় আপকে পাস না লেজার এক্সপেরিয়েন্স নেহিহেকমের্সিয়া শেয়ার করছি বিকালে আপকামিং পায়েঙ্গে
যেকোনো ট্রেড ওপেন করার পূর্বে অবশ্যই খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করা উচিত না হলে লাভের থেকে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।আর তাই যখন আপনি খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করবেন তখন বুঝতে পারবেন যে মার্কেট বর্তমান অবস্থা থেকে কোন দিকে কি পরিমাণ উঠতে বা নামতে পারে। আর এটার উপরে নির্ভর করেই আপনি টেক প্রফিট সেট করবেন।কেননা আপনি যদি কোন প্রকার অ্যানালাইসিস ছাড়া নিজের ইচ্ছা খুশিমতো টেক প্রফিট সেট করে থাকে তাহলে দেখা যাবে মার্কেটে ঐ পর্যন্ত নাও যেতে পারে এবং আপনি যে পজিশনে টেক প্রফিট সেট করেছেন তার থেকে অনেক বেশি ওপরে বা নিচে যেতে পারে। আর তখন আপনার আফসোস করা ছাড়া কিছুই করার থাকবে না। তাই বলবো খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করেই স্টপ লস ও টেক প্রফিট সেট করবেন তাহলেই এর উপকার লাভ করতে পারবেন।
আমি মনে করি সব ক্ষেত্রেই মার্কেট এনালাইসিস এর বিকল্প নেই।
আমার মতে ৫-১০ পিপ্স লাভে উত্তম। কারন মারকেট বেশি বেশি রিটেক্সট করে। তাই জামেলা অনেক বেশি পোহাতে হয়। অনেক সময়ে সেন্টমেন্ট কাজ করে না আর লসে ট্রেড ক্লোজ করতে বাধ্য হয়। তাই বেশি টিপি সেট না করে কম কম করুন।
আত্মবিশ্বাসের বিষয়ে একটি বিষয় হ'ল যখন আপনার অভাব হয় তখন আপনি আপনার সমস্ত ব্যবসায়কে অবিচ্ছিন্নভাবে কখনই কার্যকর করতে পারবেন না কারণ আপনি সর্বদা অর্থ হারাতে ভয় পাবেন এবং সেগুলিতে ব্যবসা করতে ব্যর্থ হবেন, তবে আপনি যে ব্যবসায়ের জন্য যা ব্যবহার করছেন তা আয়ত্ত করতে সময় নেবেন তখন আপনি ভবিষ্যতে বিশাল আত্মবিশ্বাসের বিকাশ ঘটবে।
আমাদের অবশ্যই স্টপ লস ব্যবহার করা উচিত এবং মুনাফা নিতে হবে, আমাদের এই ক্ষেত্রে খুব কঠোর পরিশ্রম করা উচিত এবং এর মধ্যে ট্রেডিং সম্পর্কে পরাজয় অর্জন করা উচিত । যদি আমরা প্রশিক্ষণ সম্পর্কে অনেক অভিজ্ঞতা এবং ইলম লাভ করি, তাহলে আমরা তাই কঠোর পরিশ্রম করব এবং কখনোই এই ক্ষেত্রে ছেড়ে দিতে পারবো না, আমাদের উভয়ের স্টপ লস উইমেন প্রফিট এবং ট্রেডিং-এ ব্যবহার করা উচিত ।