আমি অনেক দিন ধরে ফরেক্স ট্রেডিং ব্যবসা করি কিন্তুু এখুনো লাভ করতে পারিনি।ফরেক্স ব্যবসাতে লেগে আছি এবং লেগে থাকব।লস হলেও ফরেক্স ব্যবসা ভালো লাগে।লাভ একদিন হবেই হবে।ধর্য্য ধরে ফরেক্স ব্যবসা করুুন একদিন ভালো কিছু হবে।
Printable View
আমি অনেক দিন ধরে ফরেক্স ট্রেডিং ব্যবসা করি কিন্তুু এখুনো লাভ করতে পারিনি।ফরেক্স ব্যবসাতে লেগে আছি এবং লেগে থাকব।লস হলেও ফরেক্স ব্যবসা ভালো লাগে।লাভ একদিন হবেই হবে।ধর্য্য ধরে ফরেক্স ব্যবসা করুুন একদিন ভালো কিছু হবে।
ফরেক্স ট্রেডিং ব্যবসা টা সোজা মনে হয়। আসলে কিন্তু ফরেক্স ট্রেডিং ব্যবসা এত সোজা নয়। ফরেক্স ট্রেডিং ব্যবসা করতে হলে আপনাকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে। ফরেক্স ট্রেডিং ব্যবসা অভিজ্ঞতা অর্জন ছাড়া ইনকাম করা সম্ভব নয়। আমি মনে করি আপনি যত বেশি সময় দিবেন তত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আপনি লেগে থাকুন এক সময় লাভবান হবেন ইনশাআল্লাহ।
সঠিক সফলতা একদিন আসবেই। তবে জলন্ত আগুনের মতো পুড়ে গেলে কয়লা ছাড়া আর কিছু কপালে জুটবে না। তাই সময় থাকতে সতর্ক হতে হবে। ভালো করে মানিমেনেজমান্ট করে টেকনিকালি এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিতে হবে। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে এবং টিপি আর স্টোপ লস ইউজ করতে হবে।
বিলকুল ছাড়া আপনি রাইট বাত কহি হেফরেক্স মে ট্রেডিং কারতে হুয়ে হার বাত নেহি মিলতা হেতবে খাবার আম লস কাসম মভি কারতেহেলেকিন স্কাই মাতলাব নেহি যাব আমি লজ্জায় তোমার নজর দেয়আপকো লস কিভাবে সাজনি কে কোশিশ করেনতাবিয়াত কামিয়াবি সাথে কাছে টাকা বানাতে হে
আমি এই ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার । আমি এই ফরেক্স মার্কেটে ২০১৯ সালের অক্টোবর মাসে জয়েন্ট করি এবং সেই থেকে আজ পর্যন্ত প্রতিদিন ফরেক্স মার্কেটে কাজ করে আসছি । আমি প্রথম যখন ট্রেড ওপেন করি মানে ২০১৯ সালের ডিসেম্বর মাসে সর্বপ্রথম ট্রেড ওপেন করি এবং ২২ ডলার প্রফিট করি । কিন্তু পরবর্তীতে আমি ভালো অভিজ্ঞতা না থাকাতে সেই প্রফিট অর্থসহ ডিপোজিট ডলারের প্রায় সবই লচের সম্মুখীন হয় । তারপর ২০২০ সালের জানুয়ারি মাসে সেই লচকে রিকোভার করে ফেব্রুয়ারী মাসে সর্বপ্রথম প্রফিট উত্তলন করি । সেই থেকে আমি ২ বার ফরেক্স মার্কেট থেকে প্রফিট উত্তলন করছি এবং আগামীতে আরো ভালো অভিজ্ঞতা অর্জন করে তারপর ভালো অর্থ উপার্জন করবো,,,, ধন্যবাদ ।
ফরেক্স মার্কেটে যখন লস হয় তখন মনটা খুব খারাপ হয়ে যায় কিন্তু পরে নিজেকে সামলানোর চেষ্টা করি আর মনকে বোঝায় আমি ফরেক্স মার্কেটে ব্যাবসা করি আর ব্যাবসা করতে হলে লাভ ও লস হবেই তাই নিজেকে সামলায়ে কি কি ভুলের কারনে আমি লস করেছি সেই বিষয়টি খুজে বের করার চেষ্টা করি।এবং সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করি।
ফরেক্স মার্কেটের ধৈর্য ধরতে পারলে সবকিছু সম্ভব। যদি আপনি ধৈর্য ধরে মার্কেটে টিকে থাকতে পারেন তাহলে আপনার লাভ হবে। কারণ মার্কেট সব সময় পুনরাবৃত্তি ঘটায়। মার্কেট জুটির নিচে নামে তো এক সময় না এক সময় ওটা উপর উঠবে। যদি আপনি সেই সময় পর্যন্ত ধৈর্য রাখতে পারেন তাহলে আপনার লাভ হবে।
ধৈর্য সমস্ত সাফল্যের জননী এবং যে কোনও সময় আমাদের ধৈর্য বাড়ানোর জন্য আমাদের অবশ্যই কঠোর প্রচেষ্টা করতে হবে। ধৈর্য ব্যবসায়ী সত্যই তাদের কেরিয়ার উপভোগ করতে পারে এবং তারা শেষে অর্থ উপার্জন করতে পারে। ধৈর্য শুধুমাত্র ফরেক্স ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় নয়, সাফল্য অর্জনের জন্য প্রতিটি পেশাদারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মানব উপাদান। সুতরাং, আমাদের ধীরে ধীরে এটি বাড়ানোর চেষ্টা করা উচিত।
আমাদের অবশ্যই একদিন মুনাফা করতে হবে, কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে, কারণ কঠিন কাজ ছাড়া আমরা কোনো ব্যবসায় সফল হতে পারি না এবং এর থেকে কিছু মুনাফা আমরা করতে পারি না । বেশি মুনাফা করতে পারে
অন্ধকারের বিপরীতে হলো আলো, অন্ধকার যত গভীর হবে ভোর তত নিকটে আসবে। তাই লসের পর এক সময় লাভ হবেই। যদি আপনি পর্যাপ্ত ধৈর্যের সাথে ফরেক্সে অনুশীলন ও দক্ষতা অর্জন করতে সক্ষম হন তাহলে আপনি একসময় ফরেক্স থেকে আয় করতে সক্ষম হবেন। লাভের একটি অংশ হল লস। লস থেকে জ্ঞান লাভ করার মাধ্যমেই আপনি ফরেক্স থেকে প্রফিট করতে পারবেন। তাই লস হলে মন খারাপ করবেন না। মনে রাখতে হবে লস করে সকল সফল ট্রেডারগণ সফলতা পেয়েছেন।