ফরেক্স ট্রেডিং ব্যবসায় আমি নতুন। আমি কি ভাবে চার্ট দেখে বুঝব যে আমি যদি এখন বায় অথবা সেল ট্রেডিং করি তাহলে আমি লাভবান হব। ফরেক্স ট্রেডিং ব্যবসায় অগ্রিম জানা যায় না, আমি জানি কিন্তু আংশিক জানার কি কোন উপায় আছে।
ফরেক্স ট্রেডিং ব্যবসায় আমি নতুন। আমি কি ভাবে চার্ট দেখে বুঝব যে আমি যদি এখন বায় অথবা সেল ট্রেডিং করি তাহলে আমি লাভবান হব। ফরেক্স ট্রেডিং ব্যবসায় অগ্রিম জানা যায় না, আমি জানি কিন্তু আংশিক জানার কি কোন উপায় আছে।
আসলেই চার্ট দেখে আপনি তখনি কি করতে হবে বুঝতে পারবেন যখন আপনার টেকনিক্যাল এনালাইসিস খুব ভাল করে জানা থাকবে।কারন টেকনিক্যাল এনালাইসিস করে পূর্বে মার্কেট কেমন ছিলো এবং ফিউচারে কেমন হতে পারে তার একটি ধারণা পাওয়া যায়।এবং সব থেকে বেশি জনপ্রিয় হলো টেকনিক্যাল এনালাইসিস।আজ যারা বড় বড় ট্রেডার তারা অনেক বেশি টেকনিক্যাল এনালাইসিস করে এখন তারা মার্কেট কি হতে পারে তারা বুঝতে পারে এবং সেই অনুযায়ী তারা মার্কেটে সেল অথবা বায় ট্রেড এন্ট্রি নিয়ে থাকে।
ফরেক্স ট্রেডিং অনেক কিটিক্যাল অনলাইন ব্যবসা।আপনাকে ফরেক্স মার্কেট এন্যালাইসিস করতে হবে এবং প্রতিটা ক্যান্ডেল স্টিক সম্পর্কে জানতে হবে।প্রতিটা ক্যান্ডেন স্টিক যদি আপনি বুঝতে পারেন তাহলেই ফরেক্স মার্কেট থেকে আপনি ভালো কিছু করতে পারবেন।
আসলে ফরেক্স মার্কেটে সঠিকভাবে বলা মুশকিল যে কখন মার্কেটে বাই বা সেলে ট্রেড ওপেন করে লাভ করা যায় । এই লাভ ও লচ নির্বাচন করে একান্তই আপনারর ট্রেডিং দক্ষতার উপর । আপনার যদি যথেষ্ট ভালো পরিমাণে অভিজ্ঞতা থেকে থাকে এবং আপনার যদি টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে ভালো ধারনা থেকে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সময়ে বাই বা সেলে ট্রেড ওপেন করলে ভালো লাভ করা যাবে,,,, ধন্যবাদ ।
এই ফরেক্স ট্রেডিং ব্যবসাটি অবশ্যই আমার জন্য লাভজনক ব্যবসা, কারণ আমি এই ফরেক্স মার্কেটে ভাল ব্যবসা করছি এবং আমি ডেমো অ্যাকাউন্টেও কাজ করি যাতে আমি আমার ব্যবসায়ের অভিজ্ঞতা বাড়াতে পারি, আমি জানি যে আমি আরও ভাল অর্থ উপার্জন করতে পারি এই ফরেক্স ট্রেডিং ব্যবসা থেকে আমার জীবনে এবং আমার সমস্ত প্রয়োজনীয়তাও পূরণ করে।