1 Attachment(s)
সোশ্যাল মিডিয়া ও লাইফস্টাইল ভিত্তিক দেশের প্রথম অ্যাপ ‘কথা’
[ATTACH=CONFIG]10096[/ATTACH]
সোশ্যাল মিডিয়া ও লাইফস্টাইলের সকল সুবিধা নিয়ে দেশের তৈরি প্রথম অ্যাপ ‘কথা’ যাত্রা শুরু হয়েছে। ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপের মতোও ব্যবহার করা যাবে অ্যাপটি। মুলত অনলাইনে চ্যাটিং, কেনাকাটা, ডিজিটাল লেনদেন, মোবাইল রিচার্জ ও বিনোদনসহ বেশ কয়েকটি সুবিধা রয়েছে এ অ্যাপে। বিদেশি প্লাটফর্মের মাধ্যমে আমাদের সকল তথ্য অন্যদের হাতে চলে যাচ্ছে। ‘কথা’ দেশীয় প্লাটফর্মের মাধ্যমে আমাদের তথ্য আমাদের কাছে থাকবে, তথ্য আর বিদেশিদের হাতে যাবে না। এরই মধ্যে অ্যাপটি ডাউনলোড হয়েছে প্রায় ২৭ হাজার বার। একসঙ্গে অনেকগুলো সুবিধা থাকাতে একই প্লাটফর্মে ব্যবহাকারীরা পাবে খেলাধুলা, গ্রোসারি পণ্য ক্রয়, খাবার অর্ডার, পেমেন্ট ও অনলাইনভিত্তিক ব্যবসার সুবিধা।