আমার জানা প্রয়োজন রেগুলেটেড ব্রকার যাচাই করা। কিছু ২ নাম্বার ব্রকার আছে যারা প্রতিনিয়ত ক্লায়েন্ট দের সাতে প্রতারণা করে আসছে। যেমন Ironfx, ইত্যাদি। এরা ক্লায়েন্ট এর প্রফিট উত্তলন দিচ্ছে না। তাই রিয়েল একাউন্ট ওপেন করার আগে ব্রকারের লাইসেন্স যাচাই করে তার পর মুদ্রা বিনিয়োগ করে নিন। আর আপনাদের জানা মতে প্রতারিত ব্রকার গুলির নাম ফোরামে শেয়ার করুন।