লোভ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় ?
টাকার প্রতি আকর্ষণ নেই এমন কোন ব্যাক্তি পাওয়া দুষ্কর। সেখানে ডলার বললে তো কথায়ই নেই।এ্যান্ট্রি দিলেই ডলার ইনকাম। আবার বাংলাদেশে চাকরির বাজারে যে উত্তাপ তাতে ঘরে বসে ইনকাম ডলার সেখানে মন কি কোন বাধা মানে ? রঙীন স্বপ্নে ভাসে মন-উড়ে যায় আকাশে।বিশেষ করে প্রথম দিকে যদি কিছু ইনকাম হয় তাহলে তো গতি আরো বেড়ে যায়। পরিশেষে এই লোভ তাকে শূন্য বানিয়ে ছাড়ে,ব্যালেন্স জিরো, ঠিক তখনই মার্কেট পজেটিভ চলতে শুরু করে- শুরু ভূক্তভোগীর আফসোস পর্ব। সম্ভবত প্রায় অনেক ট্রেডার ভাইয়েরই এই অবস্থা হয়। এক্ষেত্রে লোভ নিয়ন্ত্রণ করাটাই মূল কাজ হয়ে দাড়ায়।অনেকে অনেক উদাহরণ বা পদ্ধতি বলেন যে,লোভ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? আমি বলবো নিজেকে বা নিজের মন বা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারলেই কেবল ফরেক্সে সফলতা সম্ভব। নিজস্ব মতামত ব্যক্ত করলে হয়তো অনেকে উপকৃত হবে ইনশা আল্লাহ।