ফরেক্স এবং শেয়ার বাজারের মধ্যে পার্থক্য কি কি ?
ফরেক্স মার্কেট সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকার কারণে অনেকেই ফরেক্সকে শেয়ার বাজারের সাথে গুলিয়ে ফেলেন-ঐ শেয়ার ব্যবসা তো ধস নামলেই ফকির-কোটিপতি কয়জন হয়। তাদের ব্যাপারে আমার কথা হলো আগে বুঝুন পরে মন্তব্য করুন-না জেনে মন্তব্য না করাই ভাল।শেয়ার বাজারে শুধু বিক্রি করার মাধ্যমেই লাভ করা যায় কিন্তু ফরেক্সে ক্রয় এবং বিক্রি উভয়ের মাধ্যমেই লাভ করা যায়। শেয়ার ব্যবসা তো একটা দেশের আভ্যন্তরীন অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে আর ফরেক্স হলো আন্তর্জাতিক পরিমন্ডলে অর্থ্যাত বিশ্ব অর্থনীতির উপর নির্ভর করে যা সকল দেশের রাজনৈতিক,অর্থনৈতি ,সামাজিক সহ সকল অবস্থার উপর ভিত্তি করে পরিচালিত হয়।