Originally Posted by
Hasinapx
আমাদের সমাজে কেউ ভাল কিছু করতে চাইলে সাধারণত সমাজের বেশীরভাগ মানুষই সাহস দেয়ার পরিবর্তে নানা রকম কথা বলে কাকড়ার মত পিছনে টেনে ধরার চেষ্টা করে । যেমন-ধর্মীয় বিষয় হলে বেশী পীরগীরি দেখায়,ব্যবসা হলে কত মানুষ দেখলাম পারল না আর---,চাকুরী হলে তোমার দ্বারা --------আর ফরেক্স সেতো জোয়া খেলা -ইনভেস্ট করলেই টাকা শেষ-হালাল-হারামের প্রশ্ন ইত্যাদি ইত্যাদি নানা জটিলতায় আটকে দেয়ার ব্যর্থ চেষ্টা করে। দিবালোকের মতো স্পষ্ট যে, কারো জন্য কিছুই থেমে থাকে না এমনকি একটা কথা আছে -পাছে লোকে কিছু বলে । এজন্য কে কি বললো সেদিকে না তাকিয়ে নিজে ভালভাবে ফরেক্স বুঝে ধীরে ধীরে সামনে এগিয়ে গেলে একদিন সফলতা এসে ধরা দিবে। ইনশা আল্লাহ।