-
মুভিং এভারেজ
ফরেক্স মার্কেটে অনেক গুরুত্বপূর্ণ একটি ইন্ডিকেটর হলো মুভিং এভারেজ যার মাধ্যমে টেকনিক্যালি অনেকেই মার্কেট এনালাইসিস করে থাকে। এ পর্যন্ত অনেকগুলো মুভিং এভারেজের নাম শুনলাম। এক একজন একেকভাবে মুভিং এভারেজ ব্যাবহার করে থাকে। কেউ ২০০ ইএমএ আবার কেউ ৫০০ ইউএমএ আবার কেউ ৩০,৫০ ইএমএ মুভিং এভারেজ ব্যাবহার করে থাকে। কোনটা ভালো হবে আমি এখনো সেটাই বুজতে পারছিনা যদি কারো মুভিং এভারেজ সম্পর্কে ভালো জানা থাকে তাহলে সাজেশন করতে পারেন। ধন্যবাদ
-
আপনি ঠিকই বলেছেন ফরেক্স মার্কেটে একটি উল্লেখ যোগ্য ইন্ডিকেটরের ভিতর মুভিং এভারেজ আর এই মুভিং এভারেজ অধিকাংশ ট্রেডার ব্যাবহার করে থাকেন। কারন খুব কার্যকরী একটি ইন্ডিকেটর হলো মুভিং এভারেজ।তবে মুভিং এভারেজ এর ব্যাবহার আপনাকে বুঝতে হবে।যদি আপনি না বুঝেন তাহলে মুভিং এভারেজ ব্যাবহার করেন না।তবে আমি মনে করি মুভিং এভারেজ ইএমএ ২০০/১০০ নিয়ে তার পর মুভিং এভারেজ সেট করা উচিত।কারন অধিকাংশ ট্রেডাররা ১০০ ইএমএ ব্যাবহার করে থাকে।
-
আমরা যদি আপনাকে কিছু টাকা পেতে চাই তবে আমরা আপনার সাথে আমাদের পাসটি ভাগ করে খুশি এবং আপনার অর্থ ফেরত পেয়ে খুশি হব। হি ভাউত হি থোদা হৈ হম বহুত ট্রেডিং ন সক্তে জিস কি ওয়াজ সে হামারা হিসাব বহুত জলদি ওয়াশ সক্তা কেন হামেন আইসা বিলকুল বাহিন না কর্ণ চাহে হামেন শেঠ অশ্বচালনা করনী চই