লাইন চার্ট কিভাবে এনালাইসিস করবো?
আমরা সকলেই টেকনিক্যাল এনালাইসিস করি কিন্তু কখনো বুঝতে পারি আবার কখনো বুঝতে পারিনা। টেকনিক্যাল এনালাইসিস এর ভিতর খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট চার্ট হলো এনালাইসিস।
[নিম্নে লাইন চার্ট কিভাবে করতে হয় তা আলোচনা করা হলোঃ
লাইন চার্টের মাধ্যমে আমরা ফরেক্স মার্কেটের সার্বিক বাজার প্রবণতা/ট্রেন্ড এবং সাপোর্ট-রেসিস্টেন্স লেভেল দেখতে পারি। এই চার্টের মাধ্যমে আপনি কার্যকরীভাবে ট্রেড করতে পারবেন না কারণ এতে মুদ্রার আলাদা মূল্য বার থাকে না। আপনি যদি আপনার পছন্দের মুদ্রা জোড়ার প্রবণতা/ট্রেন্ড জানতে চান তাহলে এই চার্ট ব্যবহার করতে পারেন। এই চার্টে মূলত লাইনের সংযোগের মাধ্যমে মূল্যের ট্রেন্ড দেখানো হয়। লাইন যুক্ত করা হয় এককালের উচ্চমূল্যের সাথে পরবর্তীকালের উচ্চমূল্যে, নিন্মমুল্যের সাথে নিন্মমুল্যের ইত্যাদির মাধ্যমে। লাইন চার্টের মধ্যে একটি সেশনের ক্লোসিং প্রাইসের সাথে অন্য সেশনের ক্লোসিং প্রাইস যুক্ত করে দেখানো হয়, কারণ ক্লোসিং প্রাইস সবচেয়ে দরকারি এবং সর্বাধিক উপকারি তথ্য। এর মাধ্যমে জানা যায় মার্কেটের বুল এবং বিয়ার যুদ্ধে কে জয়ি হয়েছে।সেই অনুযায়ী একজন আদর্শ ট্রেডার ট্রেড এন্ট্রি নিয়ে থাকে।