কাউন্টার ট্রেড হচ্ছে একটা ট্রেড যেটা মারকেট ট্রেন্ড এর বিপরীতে করা হয়ে থাকে। এই দরনের ট্রেড বলতে গেলে অনেক রিস্কি। ৯৫% ট্রেড্রার কাউন্টার ট্রেড করে লসের শিকার হয়ে থাকে। তাই আমার মতে কাউন্টার ট্রেড থেকে বিরত থাকুন। একে বারে দক্ষ ট্রেড্রার না হলে কাউন্টার ট্রেড করার প্রয়োজন নাই।