অতিরিক্ত থ্রেড পোষ্ট বন্ধ হোক
সব কিছুর ই একটা সমতা থাকা দরকার। কয়েক দিন যাবত দুই তিন জন ফোরাম সদস্যদের দেখছি তারা খেয়ে না খেয়ে সারা দিন রাত ধরে নতুন নতুন করে থ্রেড দিয়ে যাচ্ছেন। আচ্ছা নতুন কিছু থ্রেড আসবে , শিক্ষনীয় কিছু আসবে এটাকে আমি নিজেও স্বাগতম জানাই কিন্তু অলরেডি যে থ্রেড গুলা আছে সেই থ্রেড গুলা করার মানে কি ?
Mt5 forex forum এ আমি বেশ কিছুদিন কাজ করেছি। সেখানে এক থ্রেড তো সেকেন্ড টাইম আপনি ইউজ করতে পারবেন ই না সেইম মিনিং এর কিছু ও আপনি ইউজ করতে পারবেন না।
শুধু বোনাস পাবেন এই আশায় পোষ্ট করা অফ করেন, ফোরামের সৌন্দর্য বজায় রাখতে সহায়তা করেন