সাপ্তাহিক বোনাস কি চালু হতে পারে???
কিছুদিন আগে আমি ফোরামের একটা পোস্ট পড়লাম যেটা হয়তো মডারেটরদের পক্ষ থেকেই দেয়া। যদিও আমি বিষয়টি ভালো করে বুজতে পারি নাই তাই আপনাদের কাছে জিজ্ঞাসা করা। সেখানে দেখলাম একটা সাপ্তাহিক বোনাস দেবার কথা উল্লেখ করা হয়েছিলো যেটা আমরা মুলত এখন মান্থলি পোস্টের কারনে পেয়ে থাকি। আসলে এটা কি কখনো চালু হবে?? আর আমাদের মাঝে অনেকেই আছেন যারা এমটিফাইভ এ হয়তো কাজ করেছেন ওখানেও কি মান্থলি বোনাস দিয়ে থাকে নাকি সাপ্তাহিক। আসলে আমি বিষয়টা ভালো করে জানিনা বা বুজতে পারি নাই বিধায়ই আপনাদের কাছে জিজ্ঞেসা যারা আসলে অনেকদিন ধরে আছেন এখানে তারাই ভালো বলতে পারবেন। ধন্যবাদ