-
ইন্ডিকেটর থ্রেড
ফরেক্স মার্কেটে আমরা সকলেই কমবেশি ইন্ডিকেটর ব্যাবহার করি। তবে এখানে দেখলাম অনেকেই বিভিন্ন ইনডিকেটর নিয়ে আলোচনা করেন। তবে সব ইন্ডিকেটর গুলোর আলোচনা একটি থ্রেডের মধ্যে পেলে খুব সহজেই আমরা ইন্ডিকেটরের ব্যাবহার সম্পর্কে ভালো ধারনা অর্জন করতে পারবে। মুলত যে যেমন ইন্ডিকেটর ব্যাবহার করেন তার সম্পর্কে যদি এখানে কিছুটা ডিটেইলস এ তুলে ধরতে পারেন তাহলে সেগুলো আমরাও আমাদের কাজে লাগাতে পারবো এবং তার সঠিক প্রয়োগের চেষ্টা করতে পারবো বলেই আমি মনে করি।
-
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, আমি ২০২০ সালের মার্চ মাসে এই ফরেক্স মার্কেটে জয়েন্ট করেছি । তাই আমার এই ফরেক্স মার্কেটের সম্পর্কে কোনো ভালো অভিজ্ঞতাই অর্জন হয়নি । আমি এখনো পর্যন্ত রিয়েল ট্রেড করার সুযোগ পাইনি তাই আমার এই ইন্ডিকেটর ব্যবহার সম্পর্কে কোনো ধারনাই নাই । তবে যদি সিনিয়র বড়ো ভাইয়েরা যদি এই ইন্ডিকেটর সম্পর্কে ভালো জ্ঞান তুলে ধরতো তাহলে আমরা অনেক উপকৃত হতাম এবং ইন্ডিকেটর সম্পর্কে কিছু জানতে বা শিখতে পারতাম,,, ধন্যবাদ ।
-
1 Attachment(s)
[ATTACH=CONFIG]10440[/ATTACH]
আমি এখানে একটি ইন্ডিকেটর সম্পর্কে তুলে ধরলাম যেটা অনেক ট্রেডারের কাছেই বেশ জনপ্রিয় হিসেবে পরিচিত। এটা হলো বলিন্জার ব্যান্ডস এটা মুলত মার্কেটের মুভমেন্ট বুজতে অনেক সাহায্য করে থাকে। মুলত মার্কেটের মুভমেন্ট এখন হাই নাকি লো রয়েছে সেটা বুজতে সাহায্য করে। যখন ব্যান্ডগুলো একটি আরেকটির খুব কাছাকাছি থাকে তখন এটি লো অবস্হাতেই থাকে এবং যখন এগুলো চওড়া হতে থাকে তখন বুঝা যায় মার্কেটের গতি নতুন ট্রেন্ডের দিকে মুভ নিচ্ছে।