অনেকে হয়তো বুজেন না বাই লিমিট কি। তাই আমি এইখানে বুজানোর চেষ্টা করছি। মুদ্রার দাম কমে যাচ্ছে। হয়তো বা ভবিষ্যতে আরো কমে বাড়তে পারে।আপনি চাইলে ভবিষ্যতের প্রাইজ হিসাব করে সেই জাগায় থেকে ট্রেড ওপেন করতে পারবেন। ব্রকার আপনার সেই কাজটি করে দিবে।
Printable View
অনেকে হয়তো বুজেন না বাই লিমিট কি। তাই আমি এইখানে বুজানোর চেষ্টা করছি। মুদ্রার দাম কমে যাচ্ছে। হয়তো বা ভবিষ্যতে আরো কমে বাড়তে পারে।আপনি চাইলে ভবিষ্যতের প্রাইজ হিসাব করে সেই জাগায় থেকে ট্রেড ওপেন করতে পারবেন। ব্রকার আপনার সেই কাজটি করে দিবে।
বাই লিমিট হলো এক ধরনের পেন্ডিং অর্ডার। আপনি পরবর্তীতে একটি বাই এন্ট্রি নিবেন এ ধরনের ক্ষেত্রে বাই লিমিট পেন্ডিং অর্ডার ব্যবহৃত হয়। বাই লিমিট সাধারণত পুল ব্যাক বা রিটেস্ট এর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে । অর্থাৎ মার্কেট নিচে নেমে যদি উপরের দিকে উঠে আসার সম্ভাবনা থাকে সে ক্ষেত্রে বাই লিমিট ব্যবহার করা হয়ে থাকে।
ফরেক্স মার্কেটে দুইভাবে ট্রেডে এন্ট্রি নেওয়া যায়। একটি হচ্ছে ইনস্ট্যান্ট এন্ট্রি এবং অপরটি হচ্ছে পেন্ডিং এন্ট্রি। ইনস্ট্যান্ট এন্ট্রির মাধ্যমে আমরা সরাসরি ট্রেডে এন্ট্রি নিয়ে থাকি। কিন্তু পেন্ডিং এন্ট্রি হচ্ছে মার্কেট নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর ট্রেডে এন্ট্রি নেওয়া। অর্থাৎ আপনি যদি মনে করেন মার্কেট নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারে বা নির্দিষ্ট জায়গা থেকে ফিরে আসতে পারে তাহলে পেন্ডিং এন্ট্রি নিতে পারেন। আগে থেকে ট্রেডে এন্ট্রি নিলেও মার্কেট নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পরই ট্রেড ওপেন হয়। বাই লিমিট হচ্ছে সেই পেন্ডিং এন্ট্রি যার মাধ্যমে মার্কেট তার গতিপথেই বাই এন্ট্রি নিয়ে থাকে। আমরা একটা নির্দিষ্ট লেভেল সেট করে দিলে মার্কেট সেই লেভেল থেকে বাই এন্ট্রি গ্রহণ করে থাকে। একটি উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে, মনে করি জিবিপি/ইউএসডি এর বর্তমান প্রাইস রয়েছে 1.2500 এবং মার্কেট ডাউনট্রেন্ডে রয়েছে। আপনি আপনার এনালাইসিস এর মাধ্যমে বুঝলেন যে মার্কেট 1.2450 থেকে রিভার্স হতে পারে। এজন্য আপনি 1.2450 থেকে একটি বাই লিমিট সেট করে দিলেন। এখন মার্কেট যদি 1.2450 তে পৌঁছায় তাহলে সাথে সাথে একটি বাই এন্ট্রি ওপেন হয়ে যাবে।
ফরেক্সে সাধারণত আমরা সরাসরি এন্ট্রি নিয়ে ট্রেড বেশি করে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট ভাবেও এন্ট্রি নিতে পারে। মনে করেন গোল্ডের প্রাইস ক্রমাগত ভাবে নিম্নমুখী হয়ে ১৭০০ পর্যন্ত গেল আপনার এনালাইসিস অনুযায়ী এটি খুব দ্রুত পুলব্যাক করার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনি ১৭১০ থেকে একটি ট্রেড নিতে চাচ্ছেন আর আপনি সেই সময়ে মার্কেটে অনুপস্থিত না থেকেও বাই দিয়ে ট্রেড এন্ট্রি নিতে পারবেন আর এই প্রক্রিয়ায় হইল বাই লিমিট এন্ট্রি। বাই লিমিট একটি গুরুত্বপূর্ণ টুলস ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে।
ফরেক্স মার্কেটে বাই পেন্ডিংঅর্ডার অর্ডার একটি অত্যন্ত কার্যকর ও একটু ঝুকি পূর্ণ বটে।মূলত এই অর্ডার ৫০ পারসেন্ট রিটেসমেন্ট ট্রেড এন্ট্রি নেওযার ক্ষেত্রে বাই পেন্ডিংঅর্ডার ব্যবহার করা হয়।অনেক সময়ই দেখা যায় যে অর্ডার ওপেন হয়ে সেল যায়।তবে আমাদের মত সাধারণ ট্রেডারা এই সিস্টেমে ট্রেড না করাই ভালো ।আগে ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করতে হবে তারপর এই সিস্টেম এ ট্রেড করতে হবে।
বাই লিমিট এর অপর নাম হলো পেন্ডিং অর্ডার। বাই লিমিট এর মাধ্যমে অগ্রিম এন্ট্রি নিয়ে রাখা হয়। এ পদ্ধতির মাধ্যমে একটি প্রাইস মার্ক নির্দিষ্ট করে অর্ডার দিয়ে রাখা হয়, যখন কারেন্ট প্রাইস সেই নির্দিষ্ট প্রাইস মার্ক স্পর্শ করবে তখন অটোমেটিক ভাবে ট্রেড ওপেন হয়ে যাবে। এটা এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি মার্কেটে অ্যাক্টিভ না থেকেও অগ্রিম ট্রেড নিয়ে রাখতে পারেন। বাই লিমিট বা পেন্ডিং অর্ডার একটি এডভান্স লেভেলের ট্রেডিং স্ট্রাটেজি। নভীস ট্রেডারদের এই স্ট্রাটেজি ফলো না করাই ভালো। অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারদের ক্ষেত্রে পেন্ডিং অর্ডার স্ট্রাটেজি একটি স্মার্ট ট্রেডিং স্ট্রাটেজি কেননা তারা মার্কেট এনালাইসিস করে ভবিষ্যৎ সম্পর্কে অনেক ধারণা নিতে পারেন।
বাই লিমিট হলো এক ধরনের পেন্ডিং অর্ডার। আপনি পরবর্তীতে একটি বাই এন্ট্রি নিবেন এ ধরনের ক্ষেত্রে বাই লিমিট পেন্ডিং অর্ডার ব্যবহৃত হয়। বাই লিমিট সাধারণত পুল ব্যাক বা রিটেস্ট এর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে । অর্থাৎ মার্কেট নিচে নেমে যদি উপরের দিকে উঠে আসার সম্ভাবনা থাকে সে ক্ষেত্রে বাই লিমিট ব্যবহার করা হয়ে থাকে।বাই লিমিট পদ্ধতিটি আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়। কারণ আপনি যখন একটি এনালাইসিস করলেন যখন বুঝতে পারলেন যে মার্কেট আরো ডাউনট্রেন্ডে যাওয়ার পরে মার্কেট উঠে আসবে তখন আপনি বাই লিমিট ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এজন্য আপনার বাই লিমিট পদ্ধতিটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী বলে মনে হয়েছে।
বাই লিমিট অর্ডার হল একটি পেন্ডিং অর্ডার যা বর্তমান মার্কেট প্রাইস নীচে রাখা হয়। এই অর্ডারটি কেবল তখনই ট্রিগার করবে যদি কারেন্সি পেয়ারের প্রাইস সেই লেভেলে পৌঁছায়। এটি ঠিক সেল লিমিট এর বিপরীতে।
আপনি ভাবতে পারেন বাই লিমিট অর্ডার কীভাবে কাজ করে?
উদাহরণ:
ধরুন আপনি eur/usd পেয়ার বাই অর্ডার নিতে চাচ্ছেন। বর্তমান এক্সচেঞ্জ রেট হল 1.1234।
এখন আপনি আনাল্যসিস করে বের করলেন যে এই পেয়ারের পতন হতে পারে।
তো এখন আপনি কি করবেন?
আপনি 1.1234 এর চেয়ে কম দামে একটি বাই লিমিট অর্ডার সেট করবেন।
উদাহরণস্বরূপ আপনি 1.1200 তে একটি বাই অর্ডার ওপেন করতে চান যা বর্তমান প্রাইস থেকে আরো নীচে।।
এখন eur/usd পেয়ার যদি পতন হয়ে 1.1200 তে নেমে আসে তাহলে আপনার বাই লিমিট অর্ডারটি ট্রিগার হবে অর্থাৎ এই পেয়ারের প্রাইস 1.1200 তে নেমে আসলে এখানে স্বয়ংক্রিয়ভাবে একটি বাই অর্ডার ওপেন হয়ে যাবে ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা বিষয় উপস্থাপন করেছেন এ বিষয়ে সম্পর্কে একজন ট্রেডারের জানাটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ একজন ট্রেডার খুব বেশি সময় মার্কেটে দিতে পারেনা সবসময় মার্কেটের দিকে নজর না রাখার কারণে অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ ট্রেড মিস হয়ে যায় এক্ষেত্রে ভবিষ্যতের একটি ট্রেড ওপেন করার জন্য এই সিস্টেমটি জানা খুবই গুরুত্বপূর্ণ