1 Attachment(s)
ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর ইতিহাস।
[attach=config]10449[/attach]
ফরেক্স ট্রেড করার জন্য আমরা যে সকল প্ল্যাটফর্ম ব্যবহার করি যেমন mt4, mt5 বা ওয়েব ট্রেডার সেখানে আমরা তিন ধরনের প্রাইস চার্ট দেখতে পাই। এগুলো হলো বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট এবং লাইন চার্ট। জনপ্রিয়তার দিক দিয়ে ক্যান্ডেলস্টিক চার্ট সবার থেকে এগিয়ে এবং এটি প্রথম ব্যবহৃত হয় জাপানে।
বলা হয়ে থাকে জাপানি চাল ব্যবসায়ীরা ট্রেড করার জন্য ক্যান্ডেলস্টিক চার্ট ব্যবহার করতেন। স্টিভ নেলসন নামে একজন জাপানী প্রথম ক্যান্ডেলস্টিক সম্পর্কে রিসার্চ এবং লেখালেখি শুরু করলেন। পরবর্তীতে 1990 এর দিকে ক্যান্ডেলস্টিক জনপ্রিয়তা এবং ব্যাপকভাবে ব্যবহৃত হতে লাগল। প্রায় 90% ট্রেডার ক্যান্ডেলস্টিক চার্ট ব্যবহার করে থাকেন। মার্কেটে ট্রেন্ডের অবস্থান, আচরণ এবং ট্রেডিং দিক বোঝার জন্য ক্যান্ডেলস্টিক চার্ট এর গুরুত্ব ও জনপ্রিয়তা অপরিসীম।
ক্যান্ডেলস্টিক চার্ট ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিসের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফরেক্স মার্কেটের প্রাইস মুভমেন্ট বিভিন্ন ফর্ম এর মাধ্যমে বোঝানোর সিস্টেম কে বলা হয় ক্যান্ডেলস্টিক এনালাইসিস এবং এই এনালাইসিসে আপনি বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে পরবর্তী মার্কেট প্রাইস সিগন্যাল পেয়ে যাবেন।
ক্যান্ডেলস্টিক চার্টে শতশত প্যাটার্ন রয়েছে যেগুলো সব কারো পক্ষে মনে রাখা সম্ভব নয় তবে সেগুলোর কিছু কিছু মার্কেটে সঠিক প্রাইস অ্যাকশন এনালাইসিস করার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
ক্যান্ডেলস্টিক চার্টে দুই ধরনের ক্যান্ডেল পাওয়া যায় যা হল বুল বা বাই ক্যান্ডেল এবং বিয়ার বা সেল ক্যান্ডেল। বাই ক্যান্ডেল সাধারণত গ্রীন কালার এবং সেল ক্যান্ডেল সাধারণত রেড কালার হয়ে থাকে। তবে ইচ্ছা করলে ট্রেডিং টার্মিনাল থেকে পছন্দমত কালার পরিবর্তন করা যায়।
বুল ক্যান্ডেল: যদি ক্লোজিং প্রাইস ওপেন প্রাইস এর উপরে থাকে তাহলে তাকে বুল ক্যান্ডেল বলে।
বিয়ার ক্যান্ডেল: যদি ক্লোজিং প্রাইস ওপেন প্রাইসের নিচে থাকে তাহলে তাকে বিয়ার ক্যান্ডেল বলে।