আমি প্রথমদিকে ট্রেড ভলিউমের উপর তেমন গুরুত্বারোপ করিনি যার কারনে এক একসময় খেয়াল খুশি মতো লট দিয়ে ট্রেড করতাম। যার কারনে অনেক লস করে ফেলেছিলাম। তবে পরবর্তীতে আমি বিষয়টি গুরুত্বের সাথে নজর দিয়েছি এবং একটি নির্দিষ্ট লটে ট্রেড করতে শুরু করেছি। এখন সব ট্রেডেই আমার লট থাকে ০.০১ সেন্টের। এতে করে আমার খুব বেশি অসুবিধা হচ্ছে না এখন। তাই সকলেরই উচিত হবে একটি ফিক্সড লটে ট্রেড করা।