আমাদের উচিত রিস্ক মেনেজমান্ট করে ট্রেড নেওয়া। কারন ফরেক্স পরিবর্তন শীল। এটি যে কোন সময়ে মেজর পরিবর্তনে আসতে পারে। তাই মারকেটের অবস্থান যেমনি হোক না কেনো আমাদের প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ব্যাবহার করতে হবে। তাছাড়া ট্রেড রক্ষায় ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে।