-
একই থ্রেড বারবার কেন?
একটা বিষয় খেয়াল করছি কিছুূদিন ধরে একই থ্রেড বারবার করা হচ্ছে নতুন করে। আমরা যদি কোনো থ্রেড করতে চাই সেক্ষেত্রে ফোরামের নিয়ম অনুযায়ী আমাদের সার্চ অপশনে খোজা উচিত যে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা পুর্বেই আছে কিনা। কারন একই থ্রেড বারবার করে লাভ কি যদি সেই থ্রেডটি পুর্বেই থেকে থাকে। তাই আগে কনফার্ম হয়ে নিন তারপর থ্রেড করুন। পুর্বের থ্রেড নতুন করে না করে, নতুন কিছু আনার চেষ্টা করুন যা অন্যেরও কাজে লাগবে এবং নতুনভাবে কিছু জানা যাবে। ধন্যবাদ
-
আসলে আপনি যখন ফোরামে যোগদান করেন তখন একটি থ্রেড করতে ইচ্ছে করল এখন এই থ্রেড ২ মাস আগে একজন করে বসে আছে এবং সেটা পোষ্ট করার কারনে অনেক দুরে চলে গেলে ফলে আপনার চোখের সামনে সেটা দেখা যাচ্ছে না। তাই আপনি বুঝতেছেন যে এমন কোন থ্রেড তো এখানে নেই আপনি এমন একটি থ্রেড করলে কেমন হয়। এভাবে বার বার নতুন নতুন সদস্য ফোরামে যোগদান করার কারনে এবং তাদের না জানার কারনে একই থ্রেড বার বার ফোরামে পোষ্ট হচ্ছে। এমনকি আপনি যে থ্রেড টি পোষ্ট করেছেন এই এতই থ্রেড আগেও পোষ্ট হয়েছে। তাই দয়াকরে নতুন থ্রেড পোষ্ট করা থেকে সবাই বিরত থাকলেই বিষয়টির সমাধান হবে।
-
ইদানিং কিছু দিন যাবৎ দেখা যাচ্ছে যে ফোরামে লেখালেখির জন্য একই থ্রেড বারবার ব্যবহার করছে।এতে নিজের মধ্যেও ধারণা পাল্টে যায় যে একই থ্রেড বারবার লেখালেখি করতে গিয়ে সমস্যা সৃষ্টি না হয়ে যায়।
-
একই থ্রেড বারবার করা ঠিক নয়। আমাদের নতুন থ্রেড তৈরি করার আগে একটু কষ্ট করে দেখা উচিত থ্রেড রিলেটেড পোস্ট পুর্বেই আছে কিনা। এতে করে ফোরামের সৌন্দর্য ঠিক থাকবে। এজন্য পুর্বে আছে এমন থ্রেড না করে নতুনভাবে কিছু অজানা ও শিক্ষনীয় থ্রেড করলে ভালো হবে।
-
একই থেড বার বার আমিও কিছু দিন ধরে দেখছি,ভাই একই থ্রেড বার বার পোস্ট করা থেকে বিরত থাকুন,নতুন নতুন ভালো ভালো থ্রেড পোস্ট করুন যাতে নতুনরা কিছু শিখতে পারে,একই থ্রেড বার বার পোস্ট করলে আপনার একাউন্ট ব্লক হয়ে যেতে পারে তাই এই ব্যাপার এ খেয়াল রাখবেন।
-
যদি আপনার জাতীয় পরিচয় পত্র এবং ব্যাংক একাউন্ট না থাকে তাহলে আপনার একাউন্ট খোলা উচিত নয় কারন একাউন্ট ওপেন করার পর এই দুটি বিষয় ছাড়া আপনি আপনার একাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন না । তাই আগে এই দুটি থাকলে একাউন্ট করুন আর তা না হলে আপনি ভেফ্রিফেকশন ছাড়া কোন অর্থ উত্তলন করতে পারবেন্ না ।
-
ফোরামে আসলে একই থ্রেড বারবার হওয়ার কারণে আসলে অনেকেই ফোরামে এখন লেখালেখি করতে ইতস্তত বোধ করে আসলে ফোরামটা হলো মূলত আমাদের জ্ঞানের ভান্ডার এখান থেকে আমরা নতুন সকল ট্রেডার পুরাতন ট্রেডার এর কাছ থেকে জ্ঞান অর্জন করে থাকি কিন্তু সাম্প্রতিক সময়ে ফোরাম থেকে অনেকেই চলে যাওয়ার কারণে ট্রেড এর পরিমাণ অনেকটাই কমে গেছে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে এ বিষয়ে ব্রোকার কর্তৃক ফোরামে সঠিকভাবে প্রদানের মাধ্যমে এসকল সমস্যার দ্রুত সমাধান করা যাবে বলে আমি মনে করি
-
জি হ্যা আপনি ঠিকই বলেছেন একই বিষয়ে নিজেও খেয়াল করেছি যে, একই বিষয়ে একাধিক থ্রেড লক্ষ্য করা যায়। এর ফলে আমাদের পোস্ট করার ক্ষেত্রে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব লেগে যায়। এজন্য আমাদের উচিত প্রতিটি থ্রেড ওপেন করার পূর্বে উক্ত রিলেটেড থ্রেড রয়েছে কিনা সেটা যাচাই করে নেওয়া। এতে করে আমরা একই বিষয়ে একাধিক থ্রেড না করে আলাদা আলাদা বিভিন্ন ধরনের থ্রেড ওপেন করা উচিত। এতে করে ফরেক্স বিষয়ে যথেষ্ট জ্ঞান লাভ করতে পারব।