ফোরামের নিয়ম অনুযায়ী প্রতিদিন 10 টি পোস্ট করা যায়। তবে লাইক কতগুলো দেয়া যায় তা আমি জানিনা। জানার অনেক চেষ্টা করছি কিন্তু লাইকের বিষয়ে এখনো পর্যন্ত কোথাও স্পষ্ট কোন লেখা পাইনি। যদি কারো জানা থাকে জানালে কৃতজ্ঞ হব।
Printable View
ফোরামের নিয়ম অনুযায়ী প্রতিদিন 10 টি পোস্ট করা যায়। তবে লাইক কতগুলো দেয়া যায় তা আমি জানিনা। জানার অনেক চেষ্টা করছি কিন্তু লাইকের বিষয়ে এখনো পর্যন্ত কোথাও স্পষ্ট কোন লেখা পাইনি। যদি কারো জানা থাকে জানালে কৃতজ্ঞ হব।
ফোরামে পোস্টে লাইক দেওয়ার কোন সীমাবদ্ধতা আছে কিনা সেটা জানা নেই। তবে আমি মনে করি পোস্টে লাইক দেওয়ার পূর্বে প্রতিটি পোস্ট ভালো করে পড়ে নেওয়া উচিত। ওই পোস্টটি পড়লে আপনি বুঝতে পারবেন যে সেখানে সঠিক তথ্য আছে কিনা। যদি সঠিক তথ্য থাকে তাহলে পোস্টটিতে লাইক দেওয়া যায়। কিন্তু পোস্টটিতে যদি সঠিক তথ্য না থাকে তাহলে সেটা লাইক দেওয়ার যোগ্য পোস্ট নয়। অনেকে আছে পরিচিতদের বলে রাখে যে তারা যেন পরস্পরের পোস্টে লাইক দেয়। লাইক দিন তবে অবশ্যই সেটা যাচাই করা উচিত যে পোস্টটি সঠিক কিনা। দেখা গেল একটি পোস্টে সঠিক তথ্য নেই অথচ আপনি লাইক দিলেন। তার মানে প্রকাশ পেল আপনি পোস্টটি পড়েননি। এটা আসলে আমাদের উদ্দেশ্য নয়। ফোরামে অন্যান্য মেম্বারদের তথ্যসমৃদ্ধ পোস্টগুলি পড়ে নিজের অভিজ্ঞতাকে আরো উন্নত করা যায়। কিন্তু স্বজনপ্রীতি করতে গিয়ে ভুল পোস্টে লাইক দেওয়া মানে ভুলকে প্রশ্রয় দেওয়া বোঝায়। যে ভুল পোস্টটিতে আপনি লাইক দিলেন একজন নতুন মেম্বার আপনার লাইক দেওয়া পোস্টটি দেখে সঠিক মনে করতে পারে। যার কারনে সে ওই পোস্ট থেকে ভুল কিছু শিক্ষা গ্রহণ করতে পারে, যা আমরা কখনো চাই না। কাজেই কোন পোস্টে লাইক দেওয়ার পূর্বে ওই পোস্টটি ভাল করে পড়ে নেওয়া উচিত।
নাহ আমি মনে করি না যে ফোরামের পোস্টে লাইক দেওয়ার কোনো সীমাবদ্ধতা আছে। ফোরামে লেখালেখি করলে আমরা আমাদের অজানা বিষয় জানতে পারি। বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে অনেক মূল্যবান মতামত পাওয়া যায়। আর এই মতামত গুলোতে লাইক দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলে লেখকের আগ্রহ বৃদ্ধি পায়।
২০১৭ সালে যখন ফোরামে কাজ করেছিলাম তখন এই লাইকের উপর বোনাস ছিলো না। তাই দেখতাম খুব বেশি পোস্টে লাইকও পড়তো না। তবে লাইকের উপর বোনাস চালু হবার পরেই অনেক বেশি লাইকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে করে ফোরামের মেম্বাররা হয়তো ভালো বোনাসও পাচ্ছেন। এখানে লাইকের কোন সীমাবদ্ধতা উল্লেখ নেই তবে আমি মনে করি খুব বেশি লাইক না দিয়ে যেসব পোস্ট পড়ে লাইক দেওয়ার প্রয়োজন মনে হবে সেগুলোতেই লাইক দিতে হবে।
আসলে ভাই আমি নিজেও লাইক এর ব্যাপার তা যানিনা,আমি ডেইলি ১০ টা করে পোস্ট দিই,আর একাধিক লাইক দিয়ে থাকি,লাইক দিই যদি কারো উপকার হয় বোনাস পেতে এর জন্য,কিন্তু প্রতেক দিন কত লাইক দেওয়া যাবে সেই টা যানতে পারলে ভালো হতো,যদি কেউ যানতে পারেন তাহলে আমাদের যানাবেন।
হ্যা ভালো পোস্ট হলে লাইক দিতেই পারেন। তবে সব পোস্টে লাইক না দিয়ে যেসব পোস্ট লাইক পাওয়ার যোগ্য তাতেই লাইক দেওয়া উচিত এতে করে সবাই আরো বেশি ভালো ভালো পোস্ট লোখার চেষ্টা করবে। তাই আমরা সকলেই পোস্ট পড়ার পর ভালো লাগলে তাতেই লাইক দিবো।
আমার যানা মতে ফোরাম এ পোস্ট করার সীমাবদ্ধতা আছে,কিন্তু লাইক এর কোন সীমাবদ্ধতা নেই,তাই আপনি আমার ইচ্ছা মতো অন্যর পোস্ট লাইক দিতে পারবেন,আমিও ডেইলি ২০ টার উপর লাইক দিই,যানিনা কোন সমস্যা হবে কিনা তাই কেউ যদি যানেন লিমিট আছে কিনা যানাবেন।
আসলে পোস্টে লাইক দেয়ার কোনো সীমাবদ্ধতা নেই। কিন্তু একটি পোস্টে লাইক এর জন্য যতটা বোনাস পাবেন তা সীমাবদ্ধ রয়েছে। একটি পোষ্ট এর জন্য আপনি সর্বোচ্চ 50 ডলার পাবেন যখন পার হয়ে যাবে তারপর আপনি ওই পোস্টে লাইক দেন না কেন তার জন্য কোন বোনাস পাবেন না।
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, তাই আমার এই সম্পর্কে কোনো ধারনা নাই । তবে আমি যতোদূর জানি যে,, ফরেক্স বাংলা ফোরামে পোস্ট করার সীমাবদ্ধতা আছে কিন্তু লাইক দেওয়ার কোনো সীমাবদ্ধতা নাই । আর যদি থেকে ও থাকে তাহলে আমার এই বিষয়ে কোনো প্রকার ধারনা নাই,,,, ধন্যবাদ ।
লাইক এর সীমাবদ্ধতা কতটুকু? লাইক এর সীমাবদ্ধতা কতটুকু সেটা আমার জানা নেই। তবে বোনাস পাওয়ার জন্য লাইক যেহেতু গুরুত্বপূর্ণ তাই সঠিকভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রয়োজন অনুসারে পর্যাপ্ত লাইক দেওয়া উচিত।