প্রতিদিন সিগনাল পেয়ে ৮০% লাভ করি।কিন্তু রিয়েল এ ট্রেড করতে ভয় পাচ্ছি।
আমার ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য একটা ওয়েবসাইট এ অপেন করি এবং তারা টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করছে তখন আমি সেই টেকনিক্যাল এনালাইসিস ভাল করে বোঝার চেষ্টা করি পরে দেখলাম এই খানে টেকনিক্যাল টুলস ফ্রীতে দিচ্ছে আমি তখন ওই সাইডে অপেন করার সাথে সাথে আমার মেইল একাউন্ট চায় আর তখন আমি আমার মেইল একাউন্ট দিয়ে দেই তার পর থেকে আমাকে প্রতিদিন একটা করে সিগন্যাল প্রদান করে এবংং এই টা ঠিক আছে কিনা তা দেখার জন্য আমি ডেমোতে আজ ১০ দিন যাবত ট্রেড করে আমাকে যেই ভাবে ডিরেকশন দেয় আমি ঠিক সেই ভাবে ট্রেড এন্ট্রি দিয়ে থাকি।আমাকে যতো টেক প্রফিট, স্টপ লস, ট্রেড পজিশন যা যা বলে ঠিক সেই ভাবে আমি ট্রেড করে থাকি।আমি ১০ টি ট্রেড এন্ট্রি নিয়েছি তার ভিতর ৮ টা তে লাভ করেছি অর্থাৎ টিপি হিট করেছে এবং বাকি ২টা তে লস করেছি।এখন আমার প্রশ্ন সিনিয়র ভাইদের কাছে আমি কি রিয়েল এ ট্রেড এন্ট্রি নিবো ওদের সিগনাল অনুযায়ী?