নিজের ট্রেডিং প্ল্যান এবং রুটিন তৈরি করার পর চেষ্টা করুন প্রত্যেকদিন ডেমো একাউন্টে তা অনুশীলন করার। অথবা আপনি চাইলে কোনো ভাল ফরেক্স ব্রোকারের মিনি একাউন্টে অল্প টাকা বিনিয়োগ করে ট্রেড করতে পারেন। মূলত একজন ট্রেডারের ততদিন ডেমোতে অনুশীলন করা উচিত, যতদিন পর্যন্ত তিনি সেই প্রক্রিয়ার সাথে মানিয়ে না নিচ্ছেন।