আমি ইন্সতাফরেক্স এ একাউন্ট করি এবং এফিলিয়েট লিংক এর জন্য ইন্সতাফরেক্স এর ভিতর অন্য একটা একাউন্ট করি তার জন্য আমার একাউন্ট নাম্বার ২ টা হয়ে যায়।একটা ইন্সতাফরেক্স এবং অন্যটি এফিলিয়েট।এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কোন একাউন্টটি ফোরামের সাথে যুক্ত করবো অর্থাৎ আমার মুল একাউন্ট কোনটি?