ফরেক্স মাকেটে বিভিন্ন ক্যান্ডেল স্টিক দেখা যায়।এগুলা এক এক সময় এক এক নিদেশনা দিয়ে থাকে।তাই আপনাদের কাছে জানতে চাই কোন কোন ক্যন্ডেলস্টিক কি নিদেশনা দেয় মাকেটে
Printable View
ফরেক্স মাকেটে বিভিন্ন ক্যান্ডেল স্টিক দেখা যায়।এগুলা এক এক সময় এক এক নিদেশনা দিয়ে থাকে।তাই আপনাদের কাছে জানতে চাই কোন কোন ক্যন্ডেলস্টিক কি নিদেশনা দেয় মাকেটে
ফরেক্স মার্কেটে আমরা ক্যান্ডেলস্টিক বার দেখেও অনেক সময় ট্রেড করে থাকি কারন ক্যান্ডেলস্টিকও অনেক সময় অনেক দিক নির্দেশনা দিয়ে থাকে। যেমন মার্কেটে আমরা বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল দেখতে পাই যা দ্বারা মার্কেটের পরবর্তী মুভমেন্ট বুঝে নেওয়া যায় আবার হ্যামার প্যাটার্ন, ডজি, পিনবার এগুলোও দেখে থাকি। তবে সবচেয়ে বেশি কার্যকর বলে মনে হয় পিনবার ক্যান্ডেল। সাধারনত মার্কেট যখন অনেক হাই বা অনেক লো পজিশনে থাকে তখন একটি বড় পিনবার তৈরি হয়। পিনবার মুলত ক্যান্ডেলের ওপেনিং প্রাইস ও ক্লোজিং প্রাইস খুব কাছাকাছি হয় এমন এবং বারটি অনেক লম্বা হয়ে থাকে।