আমি নিয়ম করে দেখলাম দশটির বেশি পোস্ট করা যাবে না। কিন্তু একজন পোস্ট করেছে পড়লাম, ফোরাম নিয়ম পরিবর্তন করেছে, দশটির বেশি পোস্ট করা যাবে। বিষয়টির সত্যতা আমি জানিনা। যদি কেউ সঠিক তথ্য জানেন জানালে সবাই হয়তো উপকৃত হতাম।
Printable View
আমি নিয়ম করে দেখলাম দশটির বেশি পোস্ট করা যাবে না। কিন্তু একজন পোস্ট করেছে পড়লাম, ফোরাম নিয়ম পরিবর্তন করেছে, দশটির বেশি পোস্ট করা যাবে। বিষয়টির সত্যতা আমি জানিনা। যদি কেউ সঠিক তথ্য জানেন জানালে সবাই হয়তো উপকৃত হতাম।
ভাই নতুন রুল অনুযায়ী আপনি এখন প্রতিদিন ১০ টি পোস্ট করতে পারবেন,এর বেশি করলে আপনার একাউন্ট টি ব্যানড করে দিতে পারে,আরেক টা জিনিস মনে রাখবেন এখন পোস্ট এর উপর বোনাস দেওয়া হয় না,এখন আপনার পোস্ট এর কোয়ালিটি এর উপর যাচাই করে বোনাস দেওয়া হয়ে থাকে,তাই অতিরিক্ত পোস্ট না করে মান সন্মত পোস্ট করুন।
ফোরামে নিদিষ্ট নিয়ম দেওয়া আছে।প্রতিদিন সবউচ্চ ১০টা পোষ্ট করার নিয়ম। প্রতিদিন দশ টা মাসে তিনশতটা পোষ্ট করতে হবে।এর বেশি যদি কেও পোষ্ট করে তাহলে ফোমার তাকে ব্যান বা ফোরামের বোনাস শিকারি হিসাবে গন্য করা হবে।তাই আমরা সবাই নিয়ম মেনে পোষ্ট করবো
ভাই, নতুন নিয়মের সাথে সামঞ্জস্য রেখে আপনি এখন 10 টি পোস্ট দিনের সাথে সামঞ্জস্য করতে পারেন, আপনি যদি এর চেয়ে আরও বেশি কিছু করেন তবে আপনার অ্যাকাউন্টটি নিষিদ্ধ হতে পারে। যদি তা হয় তবে আপস না করে প্রকাশ করুন।