আমার এনালাইসিস বলে যদি eur/usd মার্কেট দিন শুরু থেকে 25 পিপ উপরে উঠে তবে আজ আপ ট্রেন্ডে থাকবে । তখন বাই সিগনাল পেলে বাই নিয়ে নিতে হবে। আর যদি মার্কেট শুরু হয়ে 25 পিপ না ওঠে তবে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে। তাই আজ মার্কেট শুরুর দিকে নজরে রাখতে হবে। আপনি কি আমার সাথে একমত??