1 Attachment(s)
উইনিং রেশিও ও রিক্স টু রিওয়ার্ড রেশিও কিভাবে বের করতে হয়।
[ATTACH=CONFIG]10908[/ATTACH]
বেশিরভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে ছোট বা বড় ডিপোজিট করে ছোট ছোট লটে ট্রেড করেএকরকম ভুলে যায় সে কতটা দক্ষতার সাথে ট্রেড করছে আর তার প্রফিট রেশিও কি। তাদের প্রশ্ন করলে বলে ভাই টিকে আছি,এক সময় লাভ হবে!কবে হবে, কিভাবে হবে?
আরে ভাই আপনি তো এখনও buy না sell বুঝতে পারছেন না, মানে আপনার কোন স্ট্যাটেজি নেই। আগে এটা তৈরী করতে হবে। তারপর যখন এন্ট্রি নিবেন কিছু লস মেনে আবার কিছু প্রফিট করতে হবে। তখনই উইনিং রেশিও ও রিক্স টু রিওয়ার্ড রেশিও হিসাব করার দরকার হয়।
এক্ষেত্রে ১০ টা ট্রেড নিলে ৮টা লস ২ টা প্রফিট হলে উইনিং রেশিও (winning রেসি) হল ৮ঃ২ বা ৪ঃ১
প্রতি ৮টা অর্ডারে ১ ডলার লস হলে মোট ৮*১=৮ ডলার লস হয়
২টায় ৩ ডলার প্রফিট করলে ২*৩= ৬ ডলার প্রফিট হয়
তাহলে নিট লস = ২ ডলার এখানে রিক্স টু রিওয়ার্ড রেশিও হল ১ঃ৩
এরকম সহজ হিসাব আপনাকে করতে হবে প্রতি সপ্তাহে,আর নিজের ভিতরের মানুষকে টাকে গলায় চিপ দিয়ে শক্ত করে ধরতে হবে।আর বলতে হবে পরেরবারের জন্য সাবধান, আমাকে আর ওভার ট্রেড করা চলবে না।বা ভলো স্ট্যাটেজি নিতে হবে এবং আরো চার্ট অ্যানালাইসিস করতে হবে।মানে নিজেকে আরও উন্নত করতে হবে
সব দিক থেকে। হউক সেটা টেকনিক্যাল বা মেনটাল। তাহলেই আপনি সফলতা পাবেন।