ফরেক্স মার্কেটের থেকে যখন আপনি প্রথম উইথড্র করছিলেন তখন আপনার অনুভূতি কেমন ছিলো
আমি ফরেক্স মার্কেটে ব্যাবসা শুরু করেছি প্রায় ৪ মাস কিন্তু দ্বিতীয় মাসে আমি ৩৫ ডলার উথড্র করি তখন আমার অনুভূতি কেমন ছিলো তা প্রকাশ করার মতো না শুধু এইটুকু বলতে পারি আমার মনে হয়ছিলো আমি ফরেক্স মার্কেটের থেকে নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারবো।এই বিশ্বাস নিয়ে আমি ফরেক্স মার্কেটে আরো বেশি কাজ করার জন্য মননিবেশ করি।
আপনি যখন ফরেক্স মার্কেটের থেকে আর্ন করে উইথড্র করছিলেন তখন আপনার অনুভূতি কেমন ছিলো? আপনার অনুভূতি সিয়ার করলে অন্য মানুষ ফরেক্স মার্কেটে ব্যাবসা করার জন্য আগ্রহী হবে আর যারা নেগেটিভ ছিলো তারা অনেকেই পজিটিভ হয়ে যাবে।তাই সকলেই সকলের টা সিয়ার করুন।