ফরেক্স ট্রেডিংয়ে Investing.com এর হেল্প কোন কাজে লাগে কিনা ??
ফরেক্স ট্রেডিং এ আমরা অনেকে অনেক ভাবে হেল্প নেওয়ার চেষ্টা করি যেমন অনেকে সিনিয়র ভাইদের পরামর্শ নিই,অনেকে ইন্ডিকেটরের সহযোগীতা ,কেউ বা রোবটের হেল্প বা অনেকে বিভিন্ন সহযোগীতা নিয়ে এ্যান্ট্রি দিই। জানি না এগুলো কত উপকার দেয়। আবার অনেকে Investing.com এর বিভিন্ন বিশ্লেষণমূলক মন্তব্য , চার্ট বা বিভিন্ন নিউজ দেখে এ্যান্ট্রি দেয়ার চেষ্টা করে। এটাই বা কতটুকু বাস্তবে সহযোগীতা করে প্রফিট করার ক্ষেত্রে। এবিষয়গুলো সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করলে আমরা যারা এগুলো খুব বেশী দেখি না বা হেল্প নিই না তারা বড়ই উপকৃত হতাম।
ফোরামে যোগ দিতে এই লিংকে যান।
https://forex-bangla.com/forum.php?referrerid=69297
আমার লেখা ভাল লেগে থাকলে ধন্যবাদ জানালে ক্ষতি হবে না নিশ্চয়ই ।