লোকসান,ভূল এবং ব্যর্থতাই ফরেক্সে সফলতার পাথেয় !!!
ফরেক্সে লোকসান হয়নি, এ্যান্ট্রি দিতে ভূল হয়নি এবং বার বার চেষ্টা করেও ব্যর্থ হয়নি এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। ইতিহাস ঘাটলে দেখা যায় জীবনে সবচেয়ে বেশী যারা ব্যবসায় লোকসান করেছে, জীবনে সবচেয়ে বেশী ভূল করেছে এবং বার বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তারাই পৃথিবীতে সফলতার শীর্ষে আরোহন করেছে, ইতিহাস গড়েছে তারাই। সুতরাং ফরেক্সের শুরুতে যারা লস করেছে,ডেমোতে বা রিয়েল ট্রেডিংয়ে এ্যান্ট্রি দিতে সময়মত পদক্ষেপ নিতে পারিনি এবং বার বার চেষ্টা করেও ইচ্ছামত লাভ করতে পারিনি তারাই পরবর্তীতে ফরেক্সে ভাল করছে বা করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অতএব ফরেক্সে লোকসান হওয়ায় মন খারাপ না করে এটাকে ইনভেস্ট ,শেখা এবং অভিজ্ঞতা অর্জনের খরচ মনে করে সামনে এগিয়ে যাওয়া উচিত। হাল ছেড়ে না দিলে ,টিকে থাকতে পারলে একদিন না একদিন ফরেক্সে সফলতা আসবেই ইনশা আল্লাহ। তাই লোকসান ,ভূল এবং ব্যর্থতাকে ফরেক্সে সফলতার পাথেয় মনে করা উচিত।