আমরা যখন কোনো কারেন্সি পেয়ারে ট্রেড করে থাকি তখন ঐ পেয়ারে ফান্ডামেন্টাল এনালাইসিস প্রয়োজন হয় সেসন অনুযায়ী সংশ্লিষ্ট পেয়ারটির উপর upcoming news গুলো আমাদের নির্দিষ্ট ব্রোকার অথবা বভিন্ন সাইট থেকে পর্যাবেক্ষন করে থাকি। forex factor. Com, investing.com সাইট গুলো থেকে আসা নিউজ গুলো এনালাইসিস করা আমাদের প্রত্যেকের অপরিহার্য কর্তব্য।যারা নতুন তাদের ও upcoming নিউজ গুলো ফলো করা উচিত।