কোন এ্যানালাইসিস ফরেক্সে বেশী গুরুত্বপূর্ণ ?
আমার কেন যেন মনে হয় আমরা অধিকাংশ ট্রেডারই কোন এ্যানালাইসিস ছাড়াই , ক্যান্ডেলস্টিক চার্ট দেখেই বেশীর ভাগ ক্ষেত্রে এ্যান্ট্রি দিয়ে থাকি। কিন্তু প্রায় আলোচনা হয় এ্যানালাইসিস করে এ্যান্ট্রি দিতে হবে। এই মুহু্র্তে কেন ইউ এস ডলারের বা ইউরোর দাম বাড়তে বা কমতে পারে তার ব্যাখ্যা আমরা দেখি না। অনেকে হয়ত বুঝেও না,তাই প্রশ্ন করে কোন এ্যানালাইসিস বেশী গুরুত্বপূর্ণ ? যেমন- ফান্ডামেন্টাল,টেক িক্যাল এবং সেন্টিমেন্টাল এ্যানালাইসিস , বিভিন্ন চার্ট এ্যানালাইসিস,রোবট এ্যানালাইসিস, ইন্ডিকেটর এ্যানালাইসিস,বিশ্ অর্থনীতি-যুদ্ধ,প্রাকৃতিক দুর্যোগ,খেলাধূলা ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন এ্যানালাইসিস যেটি করলে ফরেক্সে ভাল করা সম্ভব। বন্ধুরা ! মতামত দিন।
ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297