ফোরামের কোন সদস্য কি গত এপ্রিল মাসের পোস্টিং বোনাস পেয়েছেন? আজ মাসের 21 তারিখ। কোনো মাসে তো এত দেরি হয় না বোনাস পেতে এজন্য জিজ্ঞাসা করলাম।
Printable View
ফোরামের কোন সদস্য কি গত এপ্রিল মাসের পোস্টিং বোনাস পেয়েছেন? আজ মাসের 21 তারিখ। কোনো মাসে তো এত দেরি হয় না বোনাস পেতে এজন্য জিজ্ঞাসা করলাম।
আমিও এখনো পর্যন্ত বোনাস পাইনি। কেন এত লেট হচ্ছে বুঝলাম না। সঠিক তথ্য কেউ জানালে উপকৃত হব।
আমিও এপ্রিল মাসের বোনাস পাই নি।বোনাস দিতে এতো দেরী হওয়ার কারণ কি? কেউ সঠিক কারণ জানলে জানাবেন আশা করি।কোনো মাসে তোও এতোও দেরী হয়না বোনাস প্রদান করতে।
সম্ভবত করোনা ভাইরাসের প্রভাবে ট্রানজেকশন করতে দেরি হচ্ছে অথবা আমাদের মডারেটরগণ ব্যস্ততার কারণে সময়মতো সদস্যদের বোনাসের তালিকা তৈরি করতে পারেনি। আবার এমনও হতে পারে যে মডারেটর গন বোনাসের তালিকা পাঠানোর পরেও ইন্সটাফরেক্স আমাদের একাউন্টে বোনাস পাঠাতে দেরি করছে।
আমও যতদূর জানি এপ্রিল মাসের বোনাস এখনো প্রদান করা হয়নি।তবে নিরাস হওয়ার কোন প্রয়োজন নেই এটা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে।হয়ত বোনাস নিয়ে কোন সমস্যা হচ্ছে।
না ভাই এপ্রিল মাস এর বোনাস এখন ও ট্রেডিং একাউন্ট এ যোগ হয়নি,যানিনা এই ২ মাস ধরে আমাদের ট্রেডিং একাউন্ট এ বোনাস ধুকতে দেরি হয়ছে,গত মাসেও ২০ তারিখ এর পর আমার একাউন্ট এ ব্যালেন্স এড হয়ে ছিলো,তাই আশা করি এই মাসে দেরি হলেও বোনাস আমাদের ট্রেডিং একাউন্ট এ যোগ হয়ে যাবে,তাই এই নিয়ে চিন্তার কোন কারন নেই।
আসলে আমার মার্চ মাসের বোনাস প্রায় ২০ তারিখের পর জমা হয়েছিল। অনেক চিন্তায় ছিলাম যে বোনাস পাব কিনা। যাই হোক পরে পেয়েছিলাম। কিন্তু এখন এপ্রিল এর বোনাস এর একই অবস্থা দেখছি। আজ মে মাসের ২২ তারিখ। কিন্তু এপ্রিল মাসের বোনাস আমার একাউন্ট ও আসেনি। আশা করি অতি শীঘ্রই পেয়ে যাব।
বুঝতেছি না এখনো এপ্রিল মাসের বোনাস দেওয়া হলো কিনা। আমার এখন পর্যন্ত এপ্রিল এর বোনাস আসে নি। আজ ২৬ তারিখ। কিন্তু এত দেরী লাগার কথা না। বোনাস আসতে যদি এত দেরী হয় তাহলে আমরা কিভাবে ট্রেড করব। আসলে বোনাসটা একটু তারাতারি দেওয়া উচিত। এতে আমাদের উপকার হয়।
আলহামদুলিল্লাহ, অবশেষে বোনাস পেলাম। এপ্রিল মাসে 80 টি পোষ্টের জন্য প্রায় 90 ডলার বোনাস পেয়েছি। আপনারা কে কত ডলার বোনাস পেলেন???
বোনাস গতকাল আসছে আমার অ্যাকাউন্টে। হয়ত আপনার অ্যাকাউন্টেও আজকে বোনাস আসতে পারে অনুগ্রহ করে আপনার mt4 প্ল্যাটফর্ম চেক করুন। আমার মতে বোনাস দেরীতে দেওয়ার কারন হচ্ছে প্রতিটি ফোরাম মেম্বারের বোনাস হিসাব করা হয় প্রতি মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত। এরপর তারা পোস্টের উপর আনাল্যসিস করে যে ফোরাম মেম্বাররা সঠিক রুলস মেনে পোস্ট করেছে কিনা। তারপর বোনাস হিসাব করে ইন্সটাফরেক্সেকে পাঠায়। তারপর ইন্সটাফরেক্সে থেকে অনুমোদন হয় তারপর তা আমারদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এসব প্রক্রিয়া করার জন্য সময়তো প্রয়োজন হবেই। এরপর করোনার প্রভাবের মধ্যেও তারা আমাদের বোনাস দিচ্ছে। আপনারা যারা মাসের ১ তারিখকে বোনাস চান তাদের বলব এক তারিখ বোনাস দিলে আপনি কি সেই বোনাস আপনি কোন উপকার টুকু পাবেন। আমার বোনাস আসা নিয়ে কোন ক্ষোভ নেই। প্রতি মাসের তারিখ বোনাস চলে আসে এটাতেই আমি সন্তুষ্ট। আমার আমার উদ্দেশ্য হল নিজের অভিজ্ঞতা শেয়ার করা এবং অন্যদের থেকে কিছু শেখা।