-
স্প্রেড কি?
একটি ট্রেড ওপেন করলে দেখাযায় যে কিছুটা লসে ওপেন হচ্ছে, এটাই স্প্রেড। ব্রোকার এটা কমিশন বা চার্জ হিসেবে কেটে
নেয়। মনে করেন আপনি uro/usd 1.08670 বাই করলেন কিন্তু সেটা 1.08700 তে ওপেন হবে। অর্থাৎ ৩০ পিপ্স ফি যুক্ত হয়ে। বিভিন্ন পেয়ারের স্প্রেড বিভিন্ন হয়। ব্রোকার ভেদে ও স্প্রেড কম বেশি হয়। তাই অপরিচিত পেয়ারে ট্রেড করার আগে যেনে নেয়া উচিত তার স্প্রেড কত।
-
যখন একটি ট্রেড ওপেন করা হয় তখন ট্রেডটি কিছুটা লসে ওপেন করা হয় এটাকেই স্প্রেড বলে।বিভিন্ন পেয়ারের স্প্রেড বিভিন্ন হয়।আবার বিভিন্ন ব্রোকার ভেদেও স্প্রেড কম বেশী হতে পারে।।ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেনকরার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।
-
একটি দেশের মুদ্রার সাথে যখন অন্য একটি দেশের মুদ্রা বিনিময় করবেন তখন আপনার কিছুই চার্জ কাটা হবে সে চার্জকে বলা হয় স্প্রেড।প্রতিটি দেশের স্প্রেড ভিন্ন হয়ে থাকে।কোন কারেন্সিতে আছে ৩ আবার অনেক বেশি আছে।আবার ব্রোকার হিসেবে ও এই চার্জ পরিবর্তন হয় বা স্প্রেড ভিন্ন হয়ে থাকে।
-
বিড প্রাইস এবং আস্ক প্রাইসের মধ্যে যে পার্থক্য থাকে তাই হল স্প্রেড। যেমন ধরুন আজকে eur/usd পেয়ারের আস্ক প্রাইস হল 1.0000 এবং বিড প্রাইস হল 1.0003। এর মাঝখানে যে ৩ পিপ্স রয়েছে তা হল স্প্রেড। স্প্রেড আবার ২ ধরনের হয়ে থাকে। ১মটি হল ফিক্সড স্প্রেড আর অন্যটি হল ফ্লটিং স্প্রেড। সাধারনত একটি ফরেক্স ব্রোকারের একমাত্র আয় হল স্প্রেড বা কমিশন। ব্রোকার প্রতি ট্রেডে কমিশন বা স্প্রেড নিয়ে থাকে তাই হল ব্রোকারে আয়। বিড প্রাইস এবং আস্ক প্রাইসের মধ্যে যে পার্থক্য থাকে তাই হল স্প্রেড। আর কিছু কিছু ব্রোকার দেখি ০(জিরো) স্প্রেড অফার করে থাকে। তাদের বেশিভাগই আয় করে অসৎ উপায়ে। তারা গ্রাহকে ০(জিরো) স্প্রেডের লোভ দেখিয়ে ট্রেড করার তারপর ফেক স্পাইক দিয়ে টাকা হাতিয়ে নেয়। তাই সেসব ব্রোকার ০(জিরো) স্প্রেড অফার করে তাদের কাছ থেকে দূরে থাকা ভাল। আমি ইন্সটাফরেক্সের ৩ পিপ্স ফিক্সড স্প্রেডে সন্তুষ্ট আছি।
-
স্প্রেড হলো কোন কারেন্সির নির্ধারিত একটি চার্জ যা ট্রেড করার সাথে সাথে একটি নির্দিষ্ট চার্জ কেটে নেওয়া হয়।এই স্প্রেড এক একটা ব্রোকারের উপর নির্ভর করে এবং প্রতিটি দেশের কারেন্সির উপর ও নির্ভর করে।এই চার্জ ৩-১২ পিপস পর্যন্ত হতে থাকে।তাই ট্রেড এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই এইটা বুঝে তার পর ট্রেড এন্ট্রি নিতে হবে।
-
যখন একটি ট্রেড ওপেন করা হয় তখন ট্রেডটি কিছুটা লসে ওপেন করা হয় এটাকেই স্প্রেড বলে।বিভিন্ন পেয়ারের স্প্রেড বিভিন্ন হয়।আবার বিভিন্ন ব্রোকার ভেদেও স্প্রেড কম বেশী হতে পারে।।ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেনকরার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।
-
স্প্রেড হলো ব্রোকারদের আয়। আমরা যখন ট্রেড ওপেন করি তখন লক্ষ্য করলে দেখা যায় যে প্রতিটি ট্রেড মাইনাস থেকে শুরু হয়। এই মাইনাস হল ব্রোকারদের আয় বা স্পেড। ট্রেড করার সময় আমরা দুটি প্রাইস উল্লেখ থাকে একটি হলো বিট প্রাইস অপরটি হল আস্ক প্রাইস। এই আর প্রাইজটাই হল স্প্রেড। বিভিন্ন ধরনের প্লেয়ারের বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন স্প্রেড লক্ষ্য করা যায়।