ফরেক্স মার্কেটে ট্রেড এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই আমরা এনালাইসিস করে তার পর ট্রেড এন্ট্রি নিয়ে থাকি কিন্তু আমি যে সঠিক এনালাইসিস করেছি এই টা কি কোন বুঝার উপায় আছে?
তবে আমি মনে করি যেকোনো একটি বিষয়ের উপর এনালাইসিস করে ডেমোতে মিনিমাম ৬-১২ মাস প্রাক্টিস করলে যদি সেই এনালাইসিস পজিটিভ হয় তাহলে রিয়েল একাউন্ট এ ঠিক সেই এনালাইসিস এর উপর সিয়র হয়ে ট্রেড এন্ট্রি নেলে আমাদের ট্রেড পজিটিভ হবে।
আপনাদের মতোমত থাকলে প্লিজ সিয়ার করবেন।