এ মাসের বোনাস কবে দিবে কেও বলতে পারবেন।গতমাসে তো ২২তারিখ দিছিলো কিন্তু এ মাসে তো এখনও দিলো না
Printable View
এ মাসের বোনাস কবে দিবে কেও বলতে পারবেন।গতমাসে তো ২২তারিখ দিছিলো কিন্তু এ মাসে তো এখনও দিলো না
জী ভাই গত মাসে বোনাস ২০ তারিখ এর পর দিয়েছিলো কিন্তু এই মাসে এতো দেরি করছে কেন বুঝতে পারছিনা,আগে এতো লেট হয়নি বোনাস পেতে,আমার মনে হয় করোনা ভাইরাস ইস্যু তে সব আর্থিক প্রতিষ্ঠান এর অবস্থা খারাপ তাই হয়তো বোনাস পেতেও দেরি হয়ছে,আরেক মাস এর বোনাস পাওয়ার টাইম চলে এলো বাট গত মাসের টা পাছিনা,আশা করি এই মাসের শেষ এ বোনাস পাবো।
বর্তমানে বোনাস প্রদানের নির্দিষ্ট কোনো তারিখ নেই। একেক মাসের বোনাস একেক সময় প্রদান করা হয়ে থাকে। এক সময় ইন্সটাফরেক্স ফরেক্স ফোরামে পোষ্টের জন্য পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে বোনাস প্রদান করতেন। এবং এক সময় প্রতি সপ্তাহে বোনাস প্রদান করতেন। পরবর্তীতে এই সিস্টেম পরিবর্তন করে মান্থলি বোনাস প্রদান শুরু করেন এবং পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে বোনাস প্রদান করতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গেছে forex-forum নির্দিষ্ট কোন তারিখে বোনাস প্রদান করেন না। এমনও হয়েছে দুমাস পর বোনাস প্রদান করেছেন। যেমনটা হয়েছে গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বোনাস একসাথে মার্চ মাসের 17 তারিখ প্রদান করা হয়েছে। তবে আমি মনে করি মোনাস প্রদানের জন্য একটা সুনির্দিষ্ট তারিখ থাকা উচিত। এ ব্যাপারে আমি forex-forum অথরিটি তথা মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি। আশা করছি বিষয়টি তারা অতি গুরুত্বের সাথে দেখবেন।
গত কয়েক মাস যাবত ফরেক্স মার্কেটে বোনাস নিয়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে। কিন্তু তারপরে বোনাস পাওয়া যাচ্ছে অবশ্য একটু লেট হলেও বোনাস পেয়ে যাবেন ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরে থাকেন তাহলে বোনাস পেয়ে যাবেন এবং অনেক নানা কারণে বোনাসের পরিমাণটাও কম সেদিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করতে সমমানিত মডারেটরদের দিকে অন্ুরোধ করতে বলছি।
গত মাসের বোনাস দেয়া হয়েছিল 21 তারিখ এই মাসের এখনও পর্যন্ত কোনো খবর নেই। যদিও বিগত কিছু মাসের প্রত্যেক বোনাসের লাইকের জন্য বোনাস না দেয়ায় বোনাসের পরিমাণটা অনেক কম। তারপর ও বলবো আশা করি মাননীয় মডারেটর এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন এবং আশা করি খুব শিগগিরই এর সমাধান পাবো।
একজন ট্রেডিং এর ক্ষেত্রে ইন্সটাফরেক্সের পোষ্টের বিনিময় বোনাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও গত মাসের বোনাস চলতি মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে দেওয়ার কথা থাকে তবে বিভিন্ন সমস্যার কারণে তা দিতে একটু দেরি হচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি বিগত কয়েক মাস ধরে ইন্সটাফরেক্স ব্রোকার এর বোনাস 18 তারিখ থেকে 24 তারিখ এর মধ্যে দিয়ে থাকে। তবে আশা করছি এই সপ্তাহেই গত মাসের বোনাস পাব।