অনভিজ্ঞ ট্রেডার মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ভালো ধারণা রাখে না। ফরেক্স সম্পর্কে ও বিস্তারিত জানে না। আর না জেনে শুধুমাত্র লোভের বশবতী হয়ে যারা ট্রেডকরে তারাই সবার আগে লস করে। ফরেক্সে যত লোভ ততি লস। এজন্য সবাই কে দীর্ঘদিন ডেমো প্রাক্টিস ও মার্কেট সম্পর্কে জেনে বুঝে ফরেক্সে আসা উচিত। সব সময় মনে রাখতে হবে, ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যাবসা।