ট্রেড করার আগে প্লান তৈরী করুন।প্রতিদিন কতো প্রফিট বা লস মেনে নিবেন?
আমরা ফরেক্স মার্কেটে ট্র্বড করে থাকি মুলত অতিরিক্ত লাভের আশায় কিন্তু দেখা যায় অধিকাংশ ট্রেডাররা লসের সম্মুখীন হয়ে থাকে এর একটি কারন তার ভিতরে কোন প্লান নেই।আগে আপনাকে এনালাইসিস করতে হবে তার পর প্লান করতে হবে আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি প্রতি মাসে কতো প্রফিট অথবা লস করলে আপনার ব্যালেন্স সুরক্ষিত থাকবে।আর যদি আপনার লক্ষ্য থাকে প্রতি মাসে আপনি ৪০০ ডলার আয় করবেন তাহলে আপনার প্রতি সপ্তাহে ১০০ ডলার লাভ করতে হবে।আর দিন হিসেব করলে প্রতি দিনে ২০ ডলার লাভ করতে হবে।আর যদি লস হয় তাহলে এই লাভের ৫০% লস মেনে নিতে হবে অর্থাৎ আপনার লক্ষ্য ৪০০ ডলার এবং লস মানতে হবে ২০০ ডলার।যদি দিনে ১০ ডলার লস হয় তাহলে ওই দিন ট্রেড করা থেকে নিজেকে বিরত রাখতে হবে।