Originally Posted by
DEARMUM100
কোভিড-১৯ এর মহামারী বিশ্ব অর্থনীতিকে অনেকটাই মলিন করে দিয়েছে। তা সত্ত্বেও, বিশ্লেষকরা মৌলিক সূচকগুলো মূল্যায়ন বের করেছেন পাঁচটি দেশেকে, যারা অন্যদের তুলনায় ভাইরাস এর চলমান সঙ্কট কাটিয়ে পরর্বতীতে অল্প দিনের মধ্যেই অর্থনীতিকে আবারও চাঙ্গা করতে পারবে। সেই দেশগুলো হল ডেনমার্ক, সিঙ্গাপুর, আমেরিকা, নিউজিল্যান্ড ও রুয়ান্ডা।ভাইরাস করোনা
এসেছে ভাইরাস করোনা, বাইরে আমরা যাব না, বেশি বেশি লেখাপড়া করুন, চলছে লগডাউন। করোনা ভাইরাস বর্তমানে চরম সংকট তৈরি করেছে। যেহেতু বাইরে বেরোনো যাচ্ছেনা সেহেতু সময়টাকে আমাদের সঠিক স্থানে কাজে লাগানো উচিত। ঘরে ঘুমিয়ে শুয়ে বসে অথবা হেলায় সময় নষ্ট করবেন না। এখনই সময় আপনার, ফরেক্স সম্পর্কে বেশি বেশি অধ্যায়ন করুন। ফরেক্স এ কাজ করুন, ভাইরাস মুক্ত থাকুন।