ফরেক্স ব্যবসা ক্লোজ বা বন্ধ !!!
পৃথিবীর সব ব্যবসায়ই একদিন না একদিন ক্লোজ বা বন্ধ হয়ে যায়। আমাদের এই ফরেক্স ব্যবসাও যে কোন কারণেই হোক কখনো বন্ধ হবে কিনা ? বন্ধ হলে কি কি কারণে এবং কবে নাগাদ ক্লোজ বা বন্ধ হতে পারে? আমার জানা মতে বন্ধ হবার কোন প্রশ্নই আসে না। যদি বন্ধ হয়ে যায় সেটা সার্ভারের সমস্যার কারণে বা অন্য কোন কারণে বা বিশ্বযুদ্ধের কারণে তখন কী অবস্থা দাড়াবে ? সবচেয়ে বেশী সমস্যা হতে পারে যাদের ব্যালেন্স অনেক,তারপরে ফুলটাইম যারা এই ব্যবসা করে তাদের জন্য। ভয়ের কোন কারণ নেই, ফরেক্স ব্যবসা বন্ধ তো দূরে থাক দিন দিন আরো আপডেট হচ্ছে। কারন এটা ইন্টারনেটের যুগ। মতামত দিলে ভাল হয়।