পোস্ট বার বার একই বিষয় হলেও চুলচেরা বিশ্লেষণ হয় !!!
ফরেক্স বিষয়ে পোস্ট বার বার একই বিষয় হলেও চুলচেরা বিশ্লেষণ হয়। ফরেক্স এর বিবিন্ন বিষয় নিয়ে বার বার হয়ত কিছুটা মিল থাকলেও একই বিষয় নিয়ে পোস্ট দেয়া হয় । অনেকে হয়ত বিরক্ত ও হয় যে, একই বিষয় সম্পর্কে একই পোস্ট বার বার । কিন্তু না , ফরেক্স বিজনেস বিশাল এক মহাসাগর, এই মহাসাগরে হাতড়িয়ে আমাদেরকে নুড়ি-পাথর,মনি-মুক্তা সংগ্রহ করতে হবে। আমরা জানি বড় কোন পরিকল্পনাকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয় তাহলে সেটা আরো সহজ-সুবিধাজনক হয়। খুব বেশী বিশ্লেষণের কারণেই আমরা ফরেক্সকে খুব সহজেই বুঝতে পারছি। আমি মনে করি সবকিছুই নতুন হয় না ,কিছু জিনিস আছে যেগুলোকে পুরাতন অবস্থাকে নতুন ভাবে উপস্থাপন করতে হয়।
ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297