কম লটে বেশী এ্যান্ট্রি কৌশল !
মানি ম্যানেজমেন্টের পলিসি অনুযায়ী ইনভেস্ট অনুযায়ী লট/ভলিউম নির্ধারণ করা হয় এবং একটি বা দুটি এ্যান্ট্রি নিতে হয়। ইনভেস্ট কম-বেশী হলে এ্যান্ট্রি ও কম বেশী হতে পারে। কিন্তু একটু ভীন্ন কৌশলে ট্রেড করলে খারাপ হয় না । শুধুমাত্র লোভকে নিয়ন্ত্রণ করতে পারলে এই কৌশল ভালই কাজে লাগে। যেমন ধরুন আমি একবারে .১০ লটে এ্যান্ট্রি না দিয়ে ০.০১লটে এ্যান্ট্রি দিলাম যখন লস হয় তখন আবার প্রতি ২০০পিপ পর পর একটি করে এ্যান্ট্রি দিই। এভাবে ১০টি এ্যান্ট্রি দিতে পারবো। এভাবে লসের পরিমাণ যেমন কম হবে তেমনি লসটা দ্রুত মেকাপ হতে পারে। আপনাদের মতামত আশা করি।
ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297