দৈনিক কত টাকা উপার্জন করলে আপনি খুশি ?
আসলে মানুষ ভেদে ভিন্ন ভিন্ন । যেমন ধরুন অনেকে আছে যারা মাসে যদি 50 হাজার টাকা উপার্জন করে তাহলে সেটাই তাদের কাছে অনেক কিছু আবার অনেকেই আছে যারা মাসে 2-3 লক্ষ টাকা উপার্জন করেও তারা তাদের চাহিদা মেটাতে পারেনা । আসলে যার যেমন ইনকাম তার তেমন চাহিদা ।তবে ভাই ফরেক্স ট্রেডিং থেকে আমারও কিছু চাহিদা আছে তবে সেটা আহামরি কিছু নয় ।আমার ইচ্ছা আছে ফরেক্স মার্কেট থেকে প্রতি মাসে সর্বোচ্চ এক হাজার ডলার পর্যন্ত উপার্জন করা । এটা আমার একটা বিজনেস প্লান বলতে পারেন । তবে এটা যে এখনই বাস্তবায়ন হবে এটা নয়,। এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা ।বর্তমানে আমি মাসে 100 ডলার উপার্জন করতে পারলেই খুশি । আপনি প্রতিদিন কত টাকা উপার্জন করতে পারলে আপনি খুশি জানাবেন ।