ফরেক্স এ কেন বার বার হেরে যাই!!!
ফরেক্স এ নতুন ট্রডাররা কেন বার বার হেরে যায় এর কারণ রয়েছে অনেক, যে সব কারণে আমি নিজে হেরে যাই আবার নতুন করে শুরু করি সেটা হচ্ছে বন্ধু বা ইউটিউবে শুুনে বা দেখে মনে হয় ফরেক্স থেকে আর্ন করাটা মনে হয় খুবই সহজ কিন্তু তাই কিছু টাকা ইনভেস্ট করেই শুরু করে দেই ট্রেডিং অবশেষে লস করি এবং ফরেক্স কে ভুয়া মনে করে সরে যাই ফরেক্স মার্কেট থেকে কিন্তু কিছুদিন পর আবারও গল্পের সম্মুখীন হই কিভাবে সহজেই ফরেক্স থেকে উপার্জন করা যায়, পুনরায় পুর্বেই ন্যায় আবার একই ভুল করি। অবশেষে মনে হয় একেবারেই সরে যাই ফরেক্স থেকে। মুলত এগুলোই হচ্ছে ফরেক্স এ ব্যর্থ হওয়ার কারণ। তবে আসলেই ফরেক্স একটা বিশাল শিক্ষনীয় প্লাটফর্ম, এটা ভালভাবে শিখতে হলে প্রচুর সময় দিতে হবে নিয়মিত। তবেই ফরেক্স এ উন্নতি করা সম্ভব নতুবা সম্ভব নয়।