ফরেক্স ট্রেডিংয়ে সফলতা বলতে আসলে কি বোঝায় ?
আসলে আমি ফরেক্স ট্রেডিং এ সফলতার সংজ্ঞা টা নিয়ে সন্দিহান ।কারণ অনেকে মনে করে ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট করলেই হয়ত সে একজন সফল ফরেক্স ট্রেডার , কিন্তু আমার কাছে সফলতা সংজ্ঞাটা মোটেও এমন নয় ।আমি মনে করি একজন ফরেক্স ট্রেডার ফরেক্স মার্কেটে সফল বলতে বোঝায় সে ফরেস্ট মার্কেট শুধু লাভ ই করে না সে ফরেক্স মার্কেট কে তার উপার্জনের একটা মুখ্য পথ বা জীবনের পাথেয় হিসেবে নিয়েছে । অর্থাৎ শুধু লাভ করলেই ফরেক্স মার্কেটে কেউ সফল হয় না । ফরেক্স মার্কেটে সফল হওয়া একটি দীর্ঘস্থায়ী প্রক্রিয়া । আসলে আপনারা কি মনে করেন এ সফলতা নিয়ে ?